সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেড়া পাম্পিং ষ্টেশন-বাঘাবাড়ি সড়ক পুনঃনির্মাণে আড়াই যুগের দুর্ভোগ লাঘব আদিতমারীতে গাইনি ও শিশুবান্ধব ওয়ার্ডের উদ্বোধন বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আকাঙ্খার মৃত্যুতে রহস্যজনক পোস্ট অভিনেত্রী কাজলের যমুনায় ওপর এগিয়ে চলেছে রেলওয়ে সেতুর কাজ ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দিবে জেলা প্রশাসন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ইতালি বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না- প্রধানমন্ত্রী গলাচিপায় শিশু ছবি ঘরে স্বাধীনতা দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা সেই প্রযোজকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিবের মামলা আবারও ঢাকাই সিনেমায় আসছেন মিঠুন তাড়াশে ভুট্টার বাম্পার ফলন, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত মঠবাড়িয়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষায় যোগ্যদের তালিকা প্রকাশ পাঁচবিবি ছমিরন নেছা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

উদ্দেশ্যমূলকভাবে বিস্ফোরণ ঘটানো হচ্ছে কি না অনুসন্ধানে গোয়েন্দারা

উদ্দেশ্যমূলকভাবে বিস্ফোরণ ঘটানো হচ্ছে কি না অনুসন্ধানে গোয়েন্দারা

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ক্যাফে কুইন ভবনে মঙ্গলবার (৭ মার্চ) ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে রোববার (৫ মার্চ) সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবন বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়।

এসব ঘটনা নাশকতা কিনা জানতে চাইলে গুলিস্তানে সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন শেষে র‍্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেন, ‘দেশের বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনা দুর্ঘটনা কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমাদের র‍্যাব গোয়েন্দো দল কাজ করছে। তদন্ত শেষে আসল ঘটনা বলা যাবে। আপাতত আমরা হতাহতদের উদ্ধারে বেশি গুরুত্ব দিচ্ছি। ’

ভেতরে কেউ আটকে পড়েছে কি না জানতে চাইলে র‍্যাব ডিজি বলেন, আমরা এখনো নিশ্চিত না ভেতরে কেউ আটকে পড়েছে কিনা। কারণ ভবনটি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা ভেতরে ঢুকতে পারছেন না। যেহেতু আন্ডারগ্রাউন্ডের কয়েকটা চেম্বার তল্লাশি বাকি রয়েছে।

তিনি আরও বলেন, আজ শব-ই বরাতের রাত। আমরা এখানে উদ্ধার তৎপরতায় রয়েছি। পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন স্থাপনা মসজিদে নিরাপত্তার বিষয় রয়েছে। সবদিকে আমরা খেয়াল রাখছি। এটা অন্য কারণে বিস্ফোরণ নাকি নাশকতা তা অনুসন্ধানে গোয়েন্দারা কাজ করছে। সাম্প্রতিক ঘটনার দিকে লক্ষ্য কররে সন্দেহ হতেই পারে। তথ্য পেলে আমরা জানাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *