সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হতদরিদ্রের ভরসা বালু চরের কমদামি পোশাক হাট নির্বাচনের স্বার্থে ইসির মাধ্যমে বিএনপি প্রস্তাব দিলে বিবেচনা: আওয়ামী লীগ বেলকুচিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপস্থিত নেই এমপি ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস সড়কে দুর্ঘটনার ৭০ ভাগই মোটরসাইকেলে ঘটে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ৭ম পুতিনের সিদ্ধান্ত ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: ন্যাটো সাংবাদিক স্ত্রী’র ছবি ব্যবহার করে ফেসবুক আইডি : থানায় জিডি প্রতিরক্ষামন্ত্রী বরখাস্তের পর ইসরায়েলে গণবিক্ষোভ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক চায় ইউক্রেন বাংলাদেশের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব চান রাজা ৩য় চার্লস বিশ্ব অর্থনীতিতে ব্যাংকিং খাতের সংকটের ছাপ পড়তে পারে: আইএমএফ মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ তাদের সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব : ধর্ম প্রতিমন্ত্রী আইপিএলে সাকিবদের অংশগ্রহণ নিয়ে যা বললেন হাথুরুসিংহে রমজানেই বৈঠকে বসার পরিকল্পনা সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

উজিরপুরে সংখ্যালঘু পরিবারের সংবাদ সম্মেলন

উজিরপুরে সংখ্যালঘু পরিবারের সংবাদ সম্মেলন

উজিরপুর প্রতিনিধি :

উজিরপুরের ধামুরায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর দখলের প্রতিবাদে সংখ্যালঘু পরিবার সংবাদ সম্মেলন করেছে। ৯ মার্চ বিকেল ৪টায় শোলক ইউনিয়নের ধামুরা বন্দরের দখলকৃত দোকানের সামনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত কালাচাঁদ সেনের ছেলে গোপাল চন্দ্র সেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ধামুরা বন্দরের পশ্চিম পার্শ্বে ৩৮৮ নং খতিয়ানের ২৭৮১ নং দাগের ৪.৩৮ শতাংশ জমির উপরে ৩জন মালিকানায় সমপরিমানে ভাগ করে দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ ভোগ দখলে আছেন। তিনি আরো উল্লেখ করেন, জমির প্রকৃত মালিক আঃ মন্নান হাওলাদারের ওয়ারিশগণের কাছ থেকে একই এলাকার জাকির হোসেন দীর্ঘ ১৫ বছর পূর্বে ক্রয় করে ভোগ দখল করে আসছে। ওই দখলকৃত দোকানঘরটি ১ বছর পূর্বে গোপাল চন্দ্র সেন ক্রয় করে হাডওয়ারের গোডাউন পরিচালনা করে আসছেন। উক্ত জমিতে একই এলাকার মৃত আঃ রব হাওলাদারের স্ত্রী প্রভাবশালী রাশিদা বেগম তাদের ওয়ারিশ দাবী করে জমি দখলের পায়তারা চালালে গোপাল চন্দ্র সেন গত ১ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে দেওয়ানী মোকদ্দমা দায়ের করেন। আদালতের নির্দেশে উজিরপুর থানা পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানে থাকার জন্য নোটিশ প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাশিদা গং আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৭ মার্চ ভোর রাতে ওই দোকানে ঢুকে রাশিদা বেগম ও তার ছেলে উজ্জল হাওলাদার, খোকন হাওলাদারসহ অজ্ঞাত ৪/৫ জন মিলে মালামাল লুট করে নিয়ে যায় এবং দোকানের অর্ধেক পার্টিশন করে দখলের চেষ্টা চালায়। এদিকে গোপাল চন্দ্র সেন  ‍ভূমিদস্যুদের কবল থেকে তার ভোগ দখলীয় দোকানঘর দখলমুক্ত রাখার দাবীতে সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে সংবাদ সম্মেলন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, ধামুরা বাজার কমিটির সম্পাদক মোঃ মুরাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত হোসেন শরীফ, নান্টু মিয়া, শোলক ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সুনিল চন্দ্র কুন্ডু, যুবলীগ নেতা আলাল দেওয়ান, ব্যবসায়ী মালেক, গোপাল ঘোষ, সুভাষ বণিক, শ্যামল শীল, মনির হোসেন বিশ্বাস, বিপুল সাহাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মা, স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্য।

 

বা/খ: জই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *