উজিরপুরে শিশুদের মাঝে কোভিট -১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন
- আপডেট সময় : ০৬:৫৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / ৪৪৭ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধি :
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়শী শিশুদের কোভিট – ১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন হয়েছে। ১৬ অক্টোবর সকাল ১০ টায় উজিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস, এম জামাল হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াসউদ্দিন বেপারী, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এর কর্মকর্তা মোঃ শওকত আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম। তারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেনীতে পড়ুয়া ৩৯১ জন শিক্ষার্থীদের মাঝে কোভিট- ১৯ টিকাদান কার্যক্রম পরিচালনা করেন। স্বাস্হ্য কর্মকর্তা মোঃ শওকত আলী জানান, উজিরপুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে এ টিকা প্রধান করা হবে ।