উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল সিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০৭:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ৫৪৫ বার পড়া হয়েছে
উজিরপুর প্রতিনিধি :
বরিশাল জেলার উজিরপুর পৌরসভার সিকদারপাড়া গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সিকদার(৬৫) রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টার দিকে বরিশাল সেবাচিম হাসপাতালে মৃত্যুবরন করেন (ইন্নাল্লি………রাজেউন)। মৃত্যুকালে তিনি পরিবারে স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধাকে মঙ্গলবার বিকেলে গার্ড অফ আনার প্রদান করেন উজিরপুর মডেল থানার এস.আই শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল। এসময় উপস্থিত ছিলেন বরিশাল -২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী,বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেনসহ একাধিক মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।