উজিরপুর প্রতিনিধি :
উজিরপুরে তিন গরু চোরকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায় উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের প্রতিবন্ধী সাইফুল ইসলাম হাওলাদার গত ৩ মার্চ একটি মা গাভীর সাথে বাছুর সহ খোলা মাঠে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখে। বেলা ২টার সময় ছোট দুধের বাছুরটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যার দিকে বিভিন্ন মাধ্যমে জানতের পারে যে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর এলাকায় একটি ভ্যানগাড়িতে তিন গরু চোরকে বাছুর সহ স্থানীয়রা আটক করে। পরে আগৈলঝাড়া থানা পুলিশ ও উজিরপুর থানাপুলিশের সহযোগীতায় ৩ চোরসহ বাছুরটিকে উদ্ধার করে উজিরপুর থানায় নিয়ে আসে।
৪ মার্চ উজিরপুর থানায় সাইফুল ইসলাম হাওলাদারের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে ওই তিন জনের বিরুদ্ধে মামলা করে। আটককৃতরা হলেন, উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের তারাশিরা গ্রামের আসাদ মৃধার ছেলে আকাশ মৃধা(২১), একই এলাকার সবুর খানের ছেলে মামুন খান(২২), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বিলভাদ্রা গ্রামের ইসমাইল খানের ছেলে সাদ্দাম খান(২৫)।
উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, আসামীদের ৪ মার্চ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বা/খ: জই