ঈশ্বরদীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:২৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৭২ বার পড়া হয়েছে

ঈশ্বরদীর মুলাডুলি থেকে ৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ শাহ আলম (৩৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরটির পাবনা ‘খ’ সার্কেলের ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপজেলার মুলাডুলি ফরিদপুর গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেক পোস্ট বসিয়ে ঈশ্বরদী হইতে মুলাডুলি গামী ডিসকভারি মোটরসাইকেলের গতি রোধ করে মাদকসহ আটক করা হয়।
মাদক কারবারি মোহাম্মদ শাহ আলম নাটোর জেলার লালপুর উপজেলার ধানাদাহ পাড় গ্ৰামের মোহাম্মদ মফিজ উদ্দিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা ‘খ’ সার্কেলের ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, আটক মোহাম্মদ শাহ আলম আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে লালপুর থেকে ইয়াবা এনে ঈশ্বরদীসহ আশেপাশের জেলাতে বিক্রয় করতো। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় তাকে ঈশ্বরদীর মুলাডুলি ফরিদপুর গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেক পোস্ট বসিয়ে ঈশ্বরদী হইতে মুলাডুলি গামী ডিসকভারি মোটরসাইকেলের গতি রোধ ও তল্লাশি করে ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয় ও মোহাম্মদ শাহ আলমকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা
তাকে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলার অজু করা হয়। পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।