ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী’র উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর
- আপডেট সময় : ০৪:১৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৮৪ বার পড়া হয়েছে

জামালপুরের ইসলামপুরে নব নির্মিত উপজেলা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। সোমবার বিকালে ৫ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত চারতলা ভবন ও একটি হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. আঃ সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকৌশলী আমিনুল হকসহ প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পের আওতায় এলসিএস ৬ জন পুরুষ ও ১৪ জন নারী সদস্যের মাঝে লভ্যাংশের ২ লাখ ৯১ হাজার ৮৮৯ টাকা নগদ অর্থ বিতরণ করেন।