---আল্লামা তৌসিফ রেযা খান কাদেরী বেরলভী (মা.জি.আ)
ইমাম আহমদ রেযা খান বেরলভী’র (রহ.) দর্শন অনুসরণ চর্চা প্রয়োজন
এম বেলাল উদ্দিন
- আপডেট সময় : ১১:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৮৩ বার পড়া হয়েছে

// রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি //
ভারত থেকে আগত আলা হযরতের বংশধর আন্তর্জাতীক বক্তা মুফতি আল্লামা তৌসিফ রেযা খান কাদেরী বেরলভী (মা.জি.আ) বলেছেন, বিশ্বব্যাপী মুসলিমের অনৈক্য রোধে মুজাদ্দিদ আ‘লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী’র (রহ.) দর্শন অনুসরণ চর্চা প্রয়োজন। তিনি সমগ্র জীবনকে জ্ঞান আহরণ ও বিতরণের পাশাপাশি কোরআন-হাদিস, ভাষাতত্ত্ব, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিসহ বিজ্ঞানের বহুবিধ শাখায় সদর্পে বিচরণ করেছেন। বিশেষত ইসলামের মৌলিক দর্শন অনুসরণের মধ্যে দিয়ে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে তিনি বলিষ্ট ভূমিকা রেখেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ রাউজান দক্ষিণ উপজেলার ব্যবস্থাপনায় আজ রবিবার রাত ১০ টায় ওরছে আ’লা হযরত ও আওলাদে রাসুল আলহাজ্জ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ(রহঃ) এর স্মরণে বিশাল সুন্নী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
রাউজান কদলপুর স্কুল এন্ড কলেজ ময়দানে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ রাউজান দক্ষিণ উপজেলার সভাপতি অধ্যক্ষ আলহাজ্জ আল্লামা সৈয়্যদ আবুমোস্তাক আলকাদেরী। মুফতি আল্লামা জিল্লুর রহমান হাবিবীর সঞ্চালনায় তিনি আরো বলেন ইমাম আহমদ রেযা (রহ.) ইংরেজ শাসন শোষণের দুর্যোগপূর্ণ মুহূর্তে এতদাঞ্চলের মুসলমানদের ঈমান, আক্বীদা, রাজনীতি, অর্থনীতি প্রভৃতি অঙ্গণে যে বিপ্লবী ভূমিকা পালন করেছেন তা আজ ঐতিহাসিক সত্যে পরিণত হতে চলছে। এতদাঞ্চলের মুসলমানদের স্বার্থ রক্ষায় একদিকে বৃটিশ উপনিবেশের কঠোর বিরোধিতা করেছেন। অন্যদিকে বৃটিশ বিরোধিতার নামে ভারতবর্ষের অমুসলিমদের সাথে ধর্মীয় মিতালী এবং আনুকূল্য প্রদর্শনেরও বিরুদ্ধে ছিলেন। দেড় হাজারের মতো পুস্তক রচনা তার অনবদ্য অনন্য কর্ম। তার রচিত নাতি-কালামের সমগ্র শতাব্দীর পর শতাব্দী ধরে মুমিন মুসলমানদের হৃদয়ে নবি প্রেমের রসদ সরবরাহ করতে থাকবে।
আল্লামা মুফতি তৌসিফ রেযা খান কাদেরী বলেন, বিশ্বব্যাপী ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রচার- প্রসারে যুগে যুগে যেসব মহান মনীষীরা বিশ্বের সুন্নী জনতার কাছে চিরস্মরণীয় ও বরণীয় হয়ে আছেন তাদের মধ্যে ইমাম আহমদ রেযা (রহ.) অন্যতম। তিনি আরো বলেন ১৯৫৪ সালে চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়া প্রতিষ্টা করে হযরত সৈয়দ আহমদ শাহ সিরোকোটি ঈমান আক্বিদা ও আলা হযরতের চর্চার বীজ বপন করে গেছেন।প্রধান বক্তা ছিলেন পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।
এতে সংবর্ধেয় অতিথি ছিলেন স্থানিয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমদ চৌধুরী ও মুহাম্মদ জসিম উদ্দিন সিআইপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাউছিয়া কমিটির কেন্দ্রিয় চেয়ারম্যান আলহাজ্জ পেয়ার মোহাম্মদ কমিশনার,পীরে ত্বরিকত আলহাজ্জ আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ,আল্লামা ওবাইদুন নাসের নঈমী, কাউঞ্চিলর জানে আলম জনি,সংগঠক সাঈদুল ইসলাম।