ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইমরান খানকে মুক্তি দিতে আল্টিমেটাম

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪১৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইমরান খানকে মুক্তি দিতে দুই সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। এই সময়ের মধ্যে মুক্তি না দিলে কঠোর সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি দলটির। এবার কোনো বাধাই তাদের পিছু হটাতে পারবে না বলছেন শীর্ষ নেতারা।

কারাবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। ইসলামাবাদের উপকণ্ঠে রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত হওয়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ- পিটিআই -এর এক বিশাল এক সমাবেশে দেয়া হয়েছে আল্টিমেটাম।

সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীকে মুক্তি না দিলে সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি দেন দলটির শীর্ষ নেতারা। গুলি চালিয়ে আন্দোলন দমানো যাবে না বলে জানিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা আলী আমিন গন্ডাপুর। এক সপ্তাহের মধ্যেই ৫০ হাজার ইমরান সমর্থক নিয়ে খাইবার পাখতুনখোয়া থেকে পাঞ্জাবের উদ্দেশে রওনা হলেন বলেও আল্টিমেটাম দিয়েছেন তিনি।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর বলেন, ‘পাকিস্তানিরা শুনে রাখুন, যদি এক থেকে দুই সপ্তাহের মধ্যে ইমরানকে বৈধভাবে মুক্তি না দেয়া হয়, তাহলে সৃষ্টিকর্তার শপথ করে বলছি, আমরা নিজেরাই ইমরান খানকে মুক্ত করে আনবো। আমরা আমাদের অধিকার আদায়ে প্রস্তুত। প্রয়োজনে এতে আমি সবাইকে নেতৃত্ব দেব। গুলি চালালে প্রথম বুলেটটি আমি বুক পেতে নেবো। আমি সামনে থাকব, এই দাবি থেকে পিছ পা হওয়ার সুযোগ নেই।’

ইমরান খান কারাবন্দি থাকায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গহর আলী খান বলেন, জাতি ইমরান খানের মুক্তির জন্য অপেক্ষা করছে।

পিটিআইর ভারপ্রাপ্ত চেয়ারম্যান গহর আলী খান জানান, ‘আমরা খানের আদেশ অনুসরণ করে যাবো। সেইসঙ্গে খানকে খুব শিগগিরই মুক্তি করে ছাড়বো। সমাবেশে এই লোকসমাগম সাক্ষ্য দেয় যে, পুরো জাতি বন্দি নম্বর-৮০৪ এর সাথে সাথে রয়েছে।’

এর আগে জেলা ও দায়রা আদালত ইদ্দত মামলায় ইমরান খানের দায়মুক্তি চেয়ে করা আপিল আবেদন গ্রহণ করায় তিনি কারাগার থেকে মুক্তি পাবেন বলে আশা করা হয়েছিল। তবে নতুন করে তোশাখানা মামলায় ইমরান খানকে গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের আগস্টে গ্রেপ্তারের পর একের পর এক মামলা দিয়ে কারাবন্দি রাখা হয়েছে ইমরান খানকে।

নিউজটি শেয়ার করুন

ইমরান খানকে মুক্তি দিতে আল্টিমেটাম

আপডেট সময় : ০১:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

ইমরান খানকে মুক্তি দিতে দুই সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। এই সময়ের মধ্যে মুক্তি না দিলে কঠোর সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি দলটির। এবার কোনো বাধাই তাদের পিছু হটাতে পারবে না বলছেন শীর্ষ নেতারা।

কারাবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। ইসলামাবাদের উপকণ্ঠে রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত হওয়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ- পিটিআই -এর এক বিশাল এক সমাবেশে দেয়া হয়েছে আল্টিমেটাম।

সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীকে মুক্তি না দিলে সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি দেন দলটির শীর্ষ নেতারা। গুলি চালিয়ে আন্দোলন দমানো যাবে না বলে জানিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা আলী আমিন গন্ডাপুর। এক সপ্তাহের মধ্যেই ৫০ হাজার ইমরান সমর্থক নিয়ে খাইবার পাখতুনখোয়া থেকে পাঞ্জাবের উদ্দেশে রওনা হলেন বলেও আল্টিমেটাম দিয়েছেন তিনি।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর বলেন, ‘পাকিস্তানিরা শুনে রাখুন, যদি এক থেকে দুই সপ্তাহের মধ্যে ইমরানকে বৈধভাবে মুক্তি না দেয়া হয়, তাহলে সৃষ্টিকর্তার শপথ করে বলছি, আমরা নিজেরাই ইমরান খানকে মুক্ত করে আনবো। আমরা আমাদের অধিকার আদায়ে প্রস্তুত। প্রয়োজনে এতে আমি সবাইকে নেতৃত্ব দেব। গুলি চালালে প্রথম বুলেটটি আমি বুক পেতে নেবো। আমি সামনে থাকব, এই দাবি থেকে পিছ পা হওয়ার সুযোগ নেই।’

ইমরান খান কারাবন্দি থাকায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গহর আলী খান বলেন, জাতি ইমরান খানের মুক্তির জন্য অপেক্ষা করছে।

পিটিআইর ভারপ্রাপ্ত চেয়ারম্যান গহর আলী খান জানান, ‘আমরা খানের আদেশ অনুসরণ করে যাবো। সেইসঙ্গে খানকে খুব শিগগিরই মুক্তি করে ছাড়বো। সমাবেশে এই লোকসমাগম সাক্ষ্য দেয় যে, পুরো জাতি বন্দি নম্বর-৮০৪ এর সাথে সাথে রয়েছে।’

এর আগে জেলা ও দায়রা আদালত ইদ্দত মামলায় ইমরান খানের দায়মুক্তি চেয়ে করা আপিল আবেদন গ্রহণ করায় তিনি কারাগার থেকে মুক্তি পাবেন বলে আশা করা হয়েছিল। তবে নতুন করে তোশাখানা মামলায় ইমরান খানকে গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের আগস্টে গ্রেপ্তারের পর একের পর এক মামলা দিয়ে কারাবন্দি রাখা হয়েছে ইমরান খানকে।