আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) থেকে আরও তিন নেতা পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার পদত্যাগ করার সময় তারা ইমরানের গ্রেপ্তার পরবর্তী সহিংসতার নিন্দা জানান।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামাবাদের পদত্যাগ করার বিষয়ে সংবাদ সম্মেলনে পিটিআই নেতা মালিকা বোখারি বলেন, আমি ৯ মে হওয়ার সহিংসতার নিন্দা জানাই। প্রত্যেক পাকিস্তানির জন্য ওই ঘটনা বেদনাদায়ক।
পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, আইনজীবী হিসেবে আমি ইতিবাচক ভূমিকা রাখতে চাই। আমি পরিবারকেও সময় দিতে চাই।
পদত্যাগ করার কয়েক ঘণ্টা আগেই আদিয়াল জেল থেকে ছাড়া পান মালিকা। ইমরানের গ্রেপ্তার পরবর্তী সহিংসতার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
এদিকে আলাদা সংবাদ সম্মেলনে আরেক পিটিআই নেতা মুসাররাত পারভেজ চিমা জানান, ইমরানের গ্রেপ্তার পরবর্তী সহিংসতার কারণে তিনি ও তার স্ত্রী আর দলের সঙ্গে থাকতে পারছেন না।
এছাড়া পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী আসাদ উমারও পিটিআইর মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন। আদিয়ালা জেল থেকে বের হওয়ার পরই তিনি পদত্যাগের ঘোষণা দেন।
বুধবার ইসালামাবাদে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উমার বলেন, এ পরিস্থিতিতে আমার পক্ষে দল চালানো সম্ভব না।
দলের নেতাদের পদত্যাগের জন্য এরইমধ্যে সেনাবাহিনীকে দায়ী করেছেন ইমরান। তার অভিযোগ, সেনাবাহিনীর ধরপাকড় ও চাপে পড়ে নেতারা তার পাশ থেকে সরে যাচ্ছেন।