ইতালিতে দুই বিমানের সংঘর্ষ, নিহত ২ পাইলট (ভিডিও)
- আপডেট সময় : ১১:৩৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ৪২৩ বার পড়া হয়েছে

ইতালির রাজধানী রোমের উত্তরপশ্চিমাঞ্চলে মাঝ-আকাশে দুটি উড়োজাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার প্রশিক্ষণ উড়োজাহাজের মধ্যে এ সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ কথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী মেলোনি বলেন, ‘মঙ্গলবার রোমের উত্তর-পশ্চিমে প্রশিক্ষণ মহড়ায় অংশ নেওয়ার সময় মাঝ আকাশে সংঘর্ষে দুই উড়োজাহাজের পাইলট নিহত হয়েছেন। প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় বিমানবাহিনীর দুই পাইলটের মৃত্যুতে আমরা মর্মাহত। ’
নিহত পাইলটদের পরিবার ও বিমানবাহিনীর সদস্যদের প্রতি শোকবার্তা পাঠিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী।
ইতালির হালকা ধাঁচের ইউ-২০৮, এটি এক ইঞ্জিনের উড়োজাহাজ। এগুলো পাইলটসহ চারজন যাত্রী বহন করতে পারে। এই উড়োজাহাজের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৮৫ কিলোমিটার।
Circulating footage of the crash site near Rome, Italy, where two training Air Force aircrafts collided and both pilots are reportedly killed. #Italy pic.twitter.com/Y4sWF1OipS
— AlAudhli العوذلي (@AAudhli) March 7, 2023