ইটনায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলেম ওলামাদের করণীয় র্শীষক আলোচনা সভা
- আপডেট সময় : ০৬:২৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ৫৪৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলেম ওলামাদের করণীয় র্শীষক আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার ২৯শে ফেব্রুয়ারি ইটনা উপজেলা পরিষদ হল রুমে ইটনা উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোঃ নাহিদ হোসেন এর সভাপতিত্তে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, ইটনা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুখলেছুর রহমান।
উপস্থিত ছিলেন, ইসলামিক ফান্ডেশন এর মডেল মাওঃ নোমান আহমেদ, মাওঃ তাজুল ইসলাম, মাওঃ জুবায়ের খান। বক্তব্য রাখেন ইটনা উপজেলার ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওঃ আলাউদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মোহসিন ভূঞা প্রমূখ।
বক্তাগণ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলেম ওলামাদের করণীয় র্শীষক আলোচনা সভার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। সভায় ইসলামিক ফাউন্ডেশন এর বিভিন্ন স্তরের শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইটনা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর সুপার ভাইজার মোঃ আমিরুল ইসলাম।
বাখ//আর