আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের নির্বাচনী আচরন বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ফরিদপুর শহরের কবি জসীমউদ্দিন হলে ফরিদপুর সদর উপজেলার এগারটি ইউনিয়নে প্রার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ফরিদপুর উপজেলা নির্বাচন অফিসার লিটন ঢালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ।
এ সময় উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও সাধারন সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, নির্বাচন সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ হবে । সুষ্ঠ নির্বাচনের স্বার্থে যা যা করা দরকার, তার সব ব্যবস্থাই গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সদর সার্কেল)বিপুল চন্দ্র দাস, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জিয়াউর রহমান, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ এম,এ জলিলসহ উপজেলা রির্টানিং অফিসারবৃন্দ।