ইউনিলিভার থেকে চাকরি হারাতে পারেন ৩ হাজার কর্মী
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০২:১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ৫৮৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
ব্যবসায় গতি সঞ্চারের লক্ষ্যে আবারও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে ইউনিলিভার। নতুন পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ ব্রিটিশ বহুজাতিক ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি থেকে চাকরি হারাতে পারেন ৩ হাজার ২শ’ কর্মী।
এ দফায় চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন ইউরোপে ইউনিলিভারের অফিসে নানা পদে কর্মরত ব্যক্তিরা। ২০২৩ সালে প্রতিষ্ঠানটির সিইও’র দায়িত্ব নেন হেইন শুমাখার। এরপর থেকেই বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিতে থাকেন তিনি।
গেল মার্চে ব্যয় সংকোচনের জন্য বিশ্বব্যাপী ৭ হাজার ৫শ’ কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা নেন শুমাখার। ক্ষতি পোষাতে আলাদা করে ফেলেন ইউনিলিভারের আইসক্রিম ব্যবসা।
বিশ্বব্যাপী ইউনিলিভারের কর্মী সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার।