রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন লেনিন একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন জয় বিএনপি পাকিস্তানের দালাল পার্টি: ওবায়দুল কাদের ঈশ্বরদীতে গণহত্যায় শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন  ডামুড্যায় অবৈধ যান চলাচল রোধে মোবাইল কোর্ট  কলমাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ  পরকীয়ার জেরে রূপপুর এনপিপি নিকিমথ কোম্পানির পরিচালকের গাড়ি চালক খুন : এক নারী আটক পানির অভাবে সেঁচ সঙ্কটে ধুকছে বাংলাদেশ সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ রমজানে পণ্যের দাম বৃদ্ধির যৌক্তিক কারণ নেই : তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নতুন পরিকল্পিত খেলায় নেমেছে : মির্জা ফখরুল ‘পরাশক্তিরা পাকিস্তানের পক্ষ নেওয়ায় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’ প্রতিদিন মার্কিন ঘাঁটির উপর দিয়ে উড়ছে রাশিয়ার যুদ্ধবিমান ‘স্যার’ সম্বোধন ঔপনিবেশিক, এটা বদলাতে হবে–আ স ম রব   পাঁচ দশকেও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া হতাশাব্যাঞ্জক : রাবি উপাচার্য 

ইউনাইটেডকে গোলবন্যায় ভাসাল লিভারপুল

ইউনাইটেডকে গোলবন্যায় ভাসাল লিভারপুল

স্পোর্টস ডেস্ক : 

ছন্দে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে রীতিমতো গোলবন্যায় ভাসিয়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা লিভারপুল দ্বিতীয়ার্ধে ইউনাইটেডের জালে গুনে গুনে দিয়েছে ৬ গোল! সব মিলিয়ে ৭-০ গোলের স্মরণীয় জয় পেয়েছে ইয়ূর্গেন ক্লপের লিভারপুল।

জোড়া গোল করেছেন ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো, উরুগুইয়ান ফরোয়ার্ড দারউইন নুনেজ ও মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। বদলি নেমে ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটি ঠুঁকে দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোও।

রোববার (৫ মার্চ) রাতে ম্যাচের আগে দুই দলের অবস্থান ছিল দুই রকম। টেন হাগের ইউনাইটেড রীতিমতো উড়ছিল। সব মিলিয়ে সর্বশেষ ১১ ম্যাচ অপরাজিত ছিল দলটি। গত মাসে বার্সেলোনাকে বিদায় করে উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত সপ্তাহে লিগ কাপের শিরোপা জিতেছে দলটি। ২০১৭ সালের পর যেটা ছিল ইউনাইটেডের প্রথম শিরোপা।

ম্যানইউকে ৭ গোলের মালা পরিয়ে ইতিহাস গড়লো লিভারপুল

অপর দিকে লিভারপুল ধুঁকছিল। একের পর এক হারা দলটি মৌসুম শেষে পয়েন্ট টেবিলের সেরা চারে থাকতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি ঘরের মাঠ অ্যানফিল্ডেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে লিভারপুল। তারপর লিগ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও জিততে পারেনি দলটি। কিন্তু আজ তারা ইউনাইটেডকে স্রেফ উড়িয়ে দিল।

প্রথামার্ধের খেলায় হাড্ডাহাড্ডি লড়াই অবশ্য করেছে ইউনাইটেড। কাসেমিরোর গোল অফসাইডে বাতিল না হলে এগিয়েও যেতে পারত দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে যেন রীতিমতো ভেঙ্গে পড়ল ওল্ট ট্রাফোর্ডের দলটি। লিগে দুই দলের প্রথম দেখায় ইউনাইটেডই জিতেছিল। ওল্ড ট্রাফোর্ডে সেই ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছিল লিভারপুল।

আজ দ্বিতীয় দেখায় দলটি প্রথম গোল পায় ম্যাচের ৪৩ মিনিটে। ৪২তম মিনিটে লিভারপুলের জালে বল পাঠিয়েছিলেন কাসেমিরো। কিন্তু অফসাইডে সেই গোল বাতিল হয়ে যায়। পরের মিনিটেই দারুণ এক প্রতিআক্রমণে প্রথম গোলের দেখা পায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যে আরও দুই গোল আদায় করে চালকের আসনে বসে লিভারপুল। ৪৭ মিনিটে গোল করেন নুনেজ। তিন মিনিট পর লক্ষ্যভেদ করেন গাকপো। ৬৬তম মিনিটে গোলদাতার খাতায় নাম লেখান মোহাম্মদ সালাহ। ৮৩ মিনিটে আরেক গোল করেন সালাহ। ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন নুনেজ। ৭৯তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা ফিরমিনোকে বদলি হিসেবে নামান লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ। ৮৮তম মিনিটে দলের হয়ে সপ্তম গোলটি করেন ফিরমিনো।

শিরোপার দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়া লিভারপুলের কাছে এই ম্যাচ ছিল নিজেদের পায়ের নীচে মাটি ফিরে পাওয়ার। সে লক্ষ্যে ম্যাচের শুরু থেকে প্রতিআক্রমণ নির্ভর ফুটবলেই ম্যানইউ রক্ষণকে প্রবল চাপে ফেলে দিলেন সালাহরা।

ম্যানইউর বিরুদ্ধে ‘সর্বোচ্চ গোলের জয়ের’ নতুন রেকর্ড লিভারপুলের

ম্যাচ শেষে উচ্ছসিত ক্লপ বলেন, দীর্ঘদিন পর এটা আমাদের অন্যতম একটি সেরা পারফরম্যান্স। সবাই দেখেছে ছেলেরা কি করতে পারে। প্রথমার্ধটা ভাল কাটেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের বিপক্ষে খেলাটা ইউনাইটেডের জন্য কঠিন হয় পড়েছিল।

ইউনাইটেড বস এরিক টেন হাগ বলেছেন, ফলাফল বেশ স্পষ্ট, এটা অপেশাদার। আজ অনেক বিষয় ঘটেছে যা আমাকে রাগান্বিত করেছে। সহজ গোল হজম করা যার মধ্যে অন্যতম।

সালাহ বলেন, মিথ্যা বলবো না, এটা আমার জন্য সত্যিই বিশেষ এক অর্জন। এখানে আসার পর থেকে এই রেকর্ড আমার মাথায় ছিল। প্রথম মৌসুম থেকেই আমি এই রেকর্ডের পিছনে ছুটেছি।

যে ফুটবল দেখে সাবেক ম্যানইউ তারকা গ্যারি নেভিলের প্রতিক্রিয়া, ম্যানইউ ফুটবলাররা প্রমাণ করে দিল, এখনও ওদের খেলায় কতটা উন্নতির প্রয়োজন। না হলে লিভারপুলের মতো দলের সঙ্গে পাল্লা দেওয়া যে কত কঠিন, এটা সম্ভবত এরিক টেন হাগের চেয়ে ভাল কেউ বুঝবে না। এই বিপর্যয় কাটিয়ে ওঠা সত্যিই খুব কঠিন।

কেউ কেউ রোববার লিভারপুলের গোল-তাণ্ডবের মধ্যে খুঁজে পাচ্ছিলেন ২০১১ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউ’র কাছে আর্সেনালের ৮-২ গোলে হারের সাদৃশ্যকে। সে সঙ্গে যুক্ত হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। পুরো ম্যাচে ম্যান ইউয়ের গোল লক্ষ্য করে আটটি শট নিয়েছিল লিভারপুল। তার মধ্যে গোল সাতটি!

স্মরণীয় জয়ে প্রিমিয়ার লিগের পঞ্চম স্থানে উঠে এলো লিভারপুল। ২৫ ম্যাচে অ্যানফিল্ডের দলটির পয়েন্ট এখন ৪২। ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনেই আটকে থাকল ম্যানচেস্টার ইউনাইটেড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *