আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে যেসব যুদ্ধবিমান দেওয়া হবে তার সবগুলো লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছে রাশিয়া। বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটোর দুই সদস্য দেশ পোল্যান্ড এবং স্লোভাকিয়া ইউক্রেনকে মিগ-২৯ যুদ্ধবিমান দেওয়ার ঘোষণার পরই মস্কোর পক্ষ থেকে এমন হুমকি এলো।
গত বৃহস্পতিবার পোল্যান্ড কিয়েভকে ৪টি বিমান এবং শুক্রবার দ্বিতীয় দেশ হিসেবে স্লোভাকিয়া ১৭টি বিমান দেবে বলে জানিয়েছে। এর প্রতিক্রিয়ায় শুক্রবার রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পেসকোভ বলেছেন, ইউক্রেনকে যেসব যুদ্ধবিমান দেওয়া হবে তার সবগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে।
সোভিয়েত আমলের মিগ-২৯ যুদ্ধবিমান সম্পর্কে তিনি বলেছেন, ‘মনে হচ্ছে এদেশগুলো পুরাতন অপ্রয়োজনীয় সরঞ্জাম বিলিয়ে দেওয়ার কাজে নেমেছে।’ পেশকভ বলেন, এই সহযোগিতা কেবল ইউক্রেন এবং ইউক্রেনের জনগণের জন্য অতিরিক্ত দুর্ভোগ নিয়ে আসবে।
ইউক্রেনের জ্যেষ্ঠ প্রতিরক্ষা উপদেষ্টা ইউরি সাক বলেছেন, আপাতত পোল্যান্ড ও স্লোভাকিয়ার বিমান বেশ সহায়ক হবে। কারণ পশ্চিমা বিমান চালাতে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ নিতে সময় লাগবে।