সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেড়া পাম্পিং ষ্টেশন-বাঘাবাড়ি সড়ক পুনঃনির্মাণে আড়াই যুগের দুর্ভোগ লাঘব আদিতমারীতে গাইনি ও শিশুবান্ধব ওয়ার্ডের উদ্বোধন বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আকাঙ্খার মৃত্যুতে রহস্যজনক পোস্ট অভিনেত্রী কাজলের যমুনায় ওপর এগিয়ে চলেছে রেলওয়ে সেতুর কাজ ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দিবে জেলা প্রশাসন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ইতালি বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না- প্রধানমন্ত্রী গলাচিপায় শিশু ছবি ঘরে স্বাধীনতা দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা সেই প্রযোজকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিবের মামলা আবারও ঢাকাই সিনেমায় আসছেন মিঠুন তাড়াশে ভুট্টার বাম্পার ফলন, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত মঠবাড়িয়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষায় যোগ্যদের তালিকা প্রকাশ পাঁচবিবি ছমিরন নেছা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আ.লীগের অধীনে আর নির্বাচন হতে দেব না : মান্না

আ.লীগের অধীনে আর নির্বাচন হতে দেব না : মান্না

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগের অধীনে দেশে আর কোনো নির্বাচন হতে দেব না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার (১১ ফেব্রুয়ারি) গণতন্ত্র মঞ্চের পদযাত্রা কর্মসূচির আগে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।

মান্না বলেন, আমরা সমস্ত দল মিলিয়ে যুগপৎ আন্দোলন, বৃহত্তর আন্দোলনের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। আজকের এই কর্মসূচিও সারা দেশজুড়ে পালন করা হচ্ছে। আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই, শেখ হাসিনার ইভিএম মানি না, কোনো জাল-জুয়াচুরি মানি না, ফোরটোয়েন্টি নির্বাচন করতে দেব না। সবার জন্যে বলি, শেখ হাসিনার অধীনে এদেশে কোনো নির্বাচন আর হতে পারবে না।

তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে যেতে হবে। তার জায়গায় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেই সরকার অন্তর্বর্তীকালে একটা ভালো নির্বাচন করার ব্যবস্থা করবেন- এই কথা আমরা যেমন বলছি, আজকে সারা দুনিয়াও বলছে। আমেরিকা কী কী বলেছে আপনারা জানেন। এখন দেখি কানাডা বলে, জাপান বলে। জাপানের রাষ্ট্রদূত বলেন, আমি তো দুনিয়ার কোথাও শুনি নাই দিনের ভোট রাত্রে হয়ে যায়। এখন দেখি অস্ট্রেলিয়াও বলছে।

চলমান যুগপৎ আন্দোলনকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ পাড়া-মহল্লায় পাহারাদার রেখেছে জানিয়ে মান্না বলেন, তাদেরকে পাহারাদারই থাকতে হবে, যারা পাহারাদারে আছেন তাদের প্রত্যেককেই জেলে ঢুকতে হবে।

তিনি আরও বলেন, আর ‘অনির্বাচিত’ সরকার ভোট না করে ক্ষমতায় থাকতে পারবে না। ওরা (আওয়ামী লীগ) ভোট চোর, ওরা ডাকাত, ওরা মানুষ খুন করে, গোপনে ভোট চুরি করে কিন্তু স্বীকার করে না, ওদের হৃদয় নাই।

র‌্যাব নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন র‌্যাব কিছুটা বাড়াবাড়ি করেছে কিন্তু এ বাহিনী হাজারের বেশি মানুষ খুন করেছে। সেটাকে তিনি কিছুটা বাড়াবাড়ি মনে করছেন। ওরা (পররাষ্ট্রমন্ত্রী) কী মানুষ! ওদের কি মানবিকতা আছে?

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, লড়াই আমাদের শেষ হবে এ সরকারের পতনের মধ্য দিয়ে।

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে, কিন্তু তারা কোন ভালো কাজটি করেছে? চালের দাম বাড়িয়ে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি করে, শিক্ষাব্যবস্থা নিশ্চিত না করে, মানুষের জীবনব্যবস্থা নিশ্চিত না করে, এটাকে কোনো উন্নয়ন বলা যায় না।

অনেকে আমাকে প্রশ্ন করেন আপনাদের লড়াই শেষ হবে কবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, লড়াই আমাদের শেষ হবে এ সরকারের পতনের মধ্য দিয়ে। তাদের (সরকার) পদত্যাগ করতে হবেই।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, গণ অধিকার পরিষদের রাশেদ খান প্রমুখ। পরে পদযাত্রা কর্মসূচি বের করে গণতন্ত্র মঞ্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *