ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আরব আমিরাতের সঙ্গে ভারতের পরমাণু চুক্তি

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪৩০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি পরমাণু সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার দিল্লিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আমিরাতের ক্রাউন প্রিন্স এখন দিল্লিতে রয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমিরাতের ক্রাউন প্রিন্সের দিল্লি সফর একটি উল্লেখযোগ্য ঘটনা। ভারতের সঙ্গে আরব আমিরাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও আমিরাতের মধ্যে কৌশলগত অংশীদারত্বের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভারত এতে সন্তুষ্ট।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত ও আমিরাতের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিগুলোর মধ্যে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এবং এমিরেটস নিউক্লিয়ার এনার্জি কর্পোরেশনের মধ্যে পারমাণবিক সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক অন্তর্ভুক্ত রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারমাণবিক সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ, ভারত থেকে পারমাণবিক পণ্য ও পরিষেবার উত্স, পারস্পরিক বিনিয়োগের সুযোগ অন্বেষণ এবং সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা বাড়াবে বলে আশা করা হচ্ছে৷

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের ভারত সফরে এসেছেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। যুবরাজ হওয়ার পর এটি তাঁর প্রথম ভারত সফর।

নিউজটি শেয়ার করুন

আরব আমিরাতের সঙ্গে ভারতের পরমাণু চুক্তি

আপডেট সময় : ১২:৫৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি পরমাণু সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার দিল্লিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আমিরাতের ক্রাউন প্রিন্স এখন দিল্লিতে রয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমিরাতের ক্রাউন প্রিন্সের দিল্লি সফর একটি উল্লেখযোগ্য ঘটনা। ভারতের সঙ্গে আরব আমিরাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও আমিরাতের মধ্যে কৌশলগত অংশীদারত্বের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভারত এতে সন্তুষ্ট।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত ও আমিরাতের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিগুলোর মধ্যে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এবং এমিরেটস নিউক্লিয়ার এনার্জি কর্পোরেশনের মধ্যে পারমাণবিক সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক অন্তর্ভুক্ত রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারমাণবিক সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ, ভারত থেকে পারমাণবিক পণ্য ও পরিষেবার উত্স, পারস্পরিক বিনিয়োগের সুযোগ অন্বেষণ এবং সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা বাড়াবে বলে আশা করা হচ্ছে৷

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের ভারত সফরে এসেছেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। যুবরাজ হওয়ার পর এটি তাঁর প্রথম ভারত সফর।