সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষায় যোগ্যদের তালিকা প্রকাশ পাঁচবিবি ছমিরন নেছা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বৃহস্পতিবার পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ‘মারবার্গ ভাইরাসে আক্রান্তদের অর্ধেকই মারা গেছেন’ লাঙ্গলবন্দে অষ্টমী স্নানোৎসব শুরু কাল কাপ্তানবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত হানিফ ফ্লাইওভার বদলগাছীতে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের দাবীতে মানববন্ধন সাঁথিয়ায় অসুস্থ্য বাবাকে রক্তদানের পর মারা গেলেন ছেলে মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মঠবাড়িয়ায় ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার হতদরিদ্রের ভরসা বালু চরের কমদামি পোশাক হাট নির্বাচনের স্বার্থে ইসির মাধ্যমে বিএনপি প্রস্তাব দিলে বিবেচনা: আওয়ামী লীগ বেলকুচিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপস্থিত নেই এমপি ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

আমদানি বন্ধের সিদ্ধান্তে পাবনায় পেঁয়াজের বাজার চাঙ্গা

শফিউল আযম, বিশেষ প্রতিনিধি : 

পেঁয়াজ আমদানি বন্ধের সরকারি সিদ্ধান্তে হালি পেঁয়াজের বাজার চাঙ্গা হওয়ায় কৃষকরা আশার আলো দেখছেন। দেশের অন্যতম প্রধান পোঁয়াজ উৎপাদনকারি অঞ্চল সুজানগরে গত ২ দিন ধরে প্রতিমন হালি পেঁয়াজ ১১শ’ টাকা থেকে ১৩শ’ টাকায় বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার জেলার পিঁয়াজের হাট পুস্পপাড়া হাটে প্রতিমন হালি পেঁয়াজ ১২শ’ টাকা থেকে ১৩শ’ টাকায় বিক্রি হয়েছে। এর এক সপ্তাহ আগে হাটে প্রতিমন হালি পেঁয়াজ ৬শ’ টাকা থেকে ৮শ’ টাকা মনপ্রতি দরে বিক্রি করা হয়।

কৃষকরা জানিয়েছে, সরকার পেঁয়াজ আমদানির এলসি বন্ধ করার ৭ দিনের মধ্যে বাজার উঠতে শুরু করেছে।
কৃষকরা আরও জানিয়েছে, জেলার সুজানগর উপজেলার গাজনার বিলের বিস্তীর্ণ জমিতে কুষকরা আগাম হালি পেয়াঁজ উৎপাদন করে আসছে। এ পেঁয়াজ উঠার কয়েকদিনের মধ্যে মুল আবাদকৃত পেঁয়াজ উঠতে শুরু করে। মুল পেঁয়াজ উঠার আগে হালি পেঁয়াজ বাজারের চাহিদা পূরণ করে।
কৃষকরা জানিয়েছে ১মন হালি পেঁয়াজ উৎপাদনে কৃষকের খরচ হয় ১১শ’ ১২শ’ টাকা। এবার হালি পেঁয়াজ উঠানোর সাথে সাথে বিদেশ থেকে আমদানিকৃত পেঁয়াজ বাজার দখল করে। যার ফলে হালি পেঁয়াজের দামে ধ্বস নামে। প্রতিমন পেঁয়াজের দাম ৬শ’ টাকা থেকে ৭শ’ টাকায় নেমে আসলে কৃষকদের ব্যাপক লোকসান গুণতে হয়। এরই মধ্যে সরকার আমদানি বন্ধ করায় পেঁয়াজের বাজার আবার তেজি হচ্ছে। ইতোমধ্যে হাট বাজারে প্রতিমন হালি পেঁয়াজ ১১শ’ টাকা থেকে ১৩শ’ টাকা দাম উঠছে।

বুধবার সাঁথিয়ার চতুর হাটে পেঁয়াজ বিক্রি করতে আসা কাশিনাথপুরের চাষী হাশেম আলী ও সাঁথিয়ার কুতুব উদ্দীনের সাথে কথা হলে তারা জানান, হালি পেঁয়াজ উঠার সাথে সাথে বিদেশ থেকে ব্যাপক হালি পেঁয়াজ বাজাওে আসায় দাম একেবারেই পড়ে য়ায়। তাই ব্যাপক লোকসানের আশঙ্কায় কৃষকরা মাঠ থেকে পেঁয়াজ তোলা বন্ধ করে দেয়। এখন দাম বেড়ে যাওয়ায় কৃষকরা হালি পেঁয়াজ তুলে শেষ করছেন।

সাতবাড়িয়া ইউনিয়নের পেঁয়াজ চাষি আব্দুল আলিম জানান, ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির খবরে বাজারে নুতন উঠা হালি পেঁয়াজের দাম পড়ে যাওয়ায় পেঁয়াজ চাষিদেরা ব্যাপক লোকসানের মুখে পড়তে হয়। আর কয়েক দিনের মধ্যে মুল আবাদকৃত পেঁয়াজ উঠার সময় হওয়ায় সরকার এলসি বন্ধ করে দিলে বাজারে মুলকাটা পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। এখন হাট বাজারে প্রতিমন পেঁয়াজ ১১শ’ থেকে ১৩শ’ টাকায় বিক্রি হচ্ছে। এতে কৃষকরা লাভের মুখ দেখতে পাওয়ায় বেশ খুশি বলেও তিনি জানান।

এদিকে এবার মূল পেঁয়াজের উৎপাদন নিয়ে কৃষকরা সংশয় প্রকাশ করেছেন। এবার পেঁয়াজের আকার বড় হলেও মাটির রস কমে যাওয়ায় শতকরা ৩০ থেকে ৪০ ভাগ উৎপাদন কম হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন।

বা/খ: এসআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *