ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আবীর বললেন, মিমিকে হজম করা বেশ কষ্টকর

// রাজেশ দত্ত, বিনোদন ডেস্ক //
  • আপডেট সময় : ১২:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৪৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রকারা এমনিতেই নাকি বড্ড সাবধানী। সব ভাল ভাল বলতেই অভ্যস্ত তাঁরা। আপাত দৃষ্টিতে দেখলে টলিপাড়ায় কোথাও কোনও ঝগড়া নেই, রেষারেষি নেই। তবে এ বার নিজের স্বভাবের বাইরে গেলেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। টলিউডে ‘পলিটিক্যালি কারেক্ট’ তারকাদের মধ্যে অন্যতম তিনি। তাই লোকে বলে কোনও শত্রুও নেই তাঁর। অতীতে বেশ কয়েক বার তাঁকে ব্যোমকেশ রূপে দেখা গিয়েছে বড় পর্দায়। এ বার অবশ্য দুঁদে আইপিএসের চরিত্রে দেখা যাবে তাঁকে। সৌজন্যে শিব প্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘রক্তবীজ’। এই ছবিতেই প্রথম বার মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে আবীরকে। প্রথম বার কাজ করেই মিমিকে নিয়ে আবীরের উপলব্ধি, ‘‘মিমি এমন যাকে সহজে হজম করা যায় !’’

বরাবরই স্পষ্টবক্তা অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। বেশ একটা ডাকাবুকো ভাবমূর্তি রয়েছে অভিনেত্রীর। পর্দায় এবং বাস্তবে, দুই ক্ষেত্রেই খুব বেশি ফারাক নেই। তবে বলে রাখা ভাল, ‘মিমিকে হজম করা শক্ত’ কথাটা আবীর বলেছেন মজার ছলেই। সম্প্রতি একটি মজার আড্ডায় বসেন ‘রক্তবীজ’ ছবির দুই অভিনেতা আবীর এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁরা এই ছবির অভিনেতা অভিনেত্রীদের নানা খাবারের সঙ্গে তুলনা করেন। সেখানেই মিমিকে আবীর পোলাও ও খাসির মাংসের সঙ্গে তুলনা করেন। বলেন, ‘‘মিমি হল পোলাও-খাসির মাংসের যুগলবন্দি, খেতে অনবদ্য। তবে হজম করতে না পারলে চাপ আছে।

বা/খ/রা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আবীর বললেন, মিমিকে হজম করা বেশ কষ্টকর

আপডেট সময় : ১২:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

রকারা এমনিতেই নাকি বড্ড সাবধানী। সব ভাল ভাল বলতেই অভ্যস্ত তাঁরা। আপাত দৃষ্টিতে দেখলে টলিপাড়ায় কোথাও কোনও ঝগড়া নেই, রেষারেষি নেই। তবে এ বার নিজের স্বভাবের বাইরে গেলেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। টলিউডে ‘পলিটিক্যালি কারেক্ট’ তারকাদের মধ্যে অন্যতম তিনি। তাই লোকে বলে কোনও শত্রুও নেই তাঁর। অতীতে বেশ কয়েক বার তাঁকে ব্যোমকেশ রূপে দেখা গিয়েছে বড় পর্দায়। এ বার অবশ্য দুঁদে আইপিএসের চরিত্রে দেখা যাবে তাঁকে। সৌজন্যে শিব প্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘রক্তবীজ’। এই ছবিতেই প্রথম বার মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে আবীরকে। প্রথম বার কাজ করেই মিমিকে নিয়ে আবীরের উপলব্ধি, ‘‘মিমি এমন যাকে সহজে হজম করা যায় !’’

বরাবরই স্পষ্টবক্তা অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। বেশ একটা ডাকাবুকো ভাবমূর্তি রয়েছে অভিনেত্রীর। পর্দায় এবং বাস্তবে, দুই ক্ষেত্রেই খুব বেশি ফারাক নেই। তবে বলে রাখা ভাল, ‘মিমিকে হজম করা শক্ত’ কথাটা আবীর বলেছেন মজার ছলেই। সম্প্রতি একটি মজার আড্ডায় বসেন ‘রক্তবীজ’ ছবির দুই অভিনেতা আবীর এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁরা এই ছবির অভিনেতা অভিনেত্রীদের নানা খাবারের সঙ্গে তুলনা করেন। সেখানেই মিমিকে আবীর পোলাও ও খাসির মাংসের সঙ্গে তুলনা করেন। বলেন, ‘‘মিমি হল পোলাও-খাসির মাংসের যুগলবন্দি, খেতে অনবদ্য। তবে হজম করতে না পারলে চাপ আছে।

বা/খ/রা