স্পোটর্স ডেস্ক : আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় ম্যাচে ভারতকে হারিয়ে চলমান আসরের প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে তারা।
ভারত ফাইনালের টিকিট নিশ্চিত করলেও তাদের সামনে ছিল বেশ কিছু সমীকরণ। এর মধ্যে একটি ছিল চলমান নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে অন্তত একটি ম্যাচ শ্রীলঙ্কার হারতে কিংবা ড্র করতে হবে।
ইতোমধ্যে সিরিজটির প্রথম ম্যাচে কিউইদের কাছে হেরেছে লঙ্কানরা। এর ফলে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয় ভারতের।
ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল অনুষ্ঠিত হবে চলতি বছরের ৭ই জুন লন্ডনের ওভালে। এর আগের টেস্ট চ্যাম্পিনশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল দলটি।