ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জামাই মেলা শুরু 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
  • / ৫৫৩ বার পড়া হয়েছে

আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জামাই মেলা শুরু 

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলফিকার, মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ গ্রামের কালারমোড় পলাশপুর নামক স্থানে শনিবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী আবহমান  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জামাই মেলা!

ঐতিহ্যবাহী এ জামাই মেলার আয়োজক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুদ, ইউপি চেয়ারম্যান মোঃ বদরুল আলম সরদার ও সাবেক ইউপি মেম্বার মোঃ আব্দুল্লাহ আল মামুন ঐহিত্যবাহী জামাই মেলা বিষয়ে বলেন, ‘এই জামাই মেলা প্রতি বছর পহেলা পৌষ থেকে তিন দিন চলবে।’

ইউপি চেয়ারম্যান মোঃ বদরুল আলম সরদার বলেন, ‘ধান কাটা শেষে গৃহস্থের গোলায় ধান ভরে বাড়ি বাড়ি চলছে নবান্নের উৎসব। এই উৎসবকে ঘিরে এই জামাই মেলার আয়োজন। জামাই মেলায় বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ, মাংস, মিষ্টি, বগুড়ার দই, টাটকা তরিতরকারি, খেলনা, ফার্নিসারসহ বিভিন্ন প্রকার পণ্য সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। ঐতিহ্যবাহী এ জামাই মেলা এবার থেকেই শুরু হলো।’

সাবেক ইউপি মেম্বার মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এবারের জামাই মেলায় থাকছে ঘোড় দৌড়, মই দৌড় ,লাঠি খেলা। জামাই মেলায় এলাকার মানুষ তাদের মেয়ের জামতাকে নিমন্ত্রণ করে। মেয়েরা তাদের স্বামীকে এ মেলা উপলক্ষ্যে পিত্রালয়ে নিয়ে আসে। মেয়েদের জামতা মেলা থেকে বড় বড় মাছ, মিষ্টি, চমচম, রসগোল্লা, সন্দেশ, জিলাপি কিনে নিয়ে শ্বশুর বাড়ি যান । এই মেলায় স্থানীয় লোকজন ছাড়াও দূরদূরান্ত থেকে আগত মেয়ে জামতাসহ নানা লোকজন ভীড় করে মেলাকে প্রাণবন্ত করে তোলেন । এ মেলায় না আসলে অনেক কিছুই মিস করবেন !’

মোঃ মাসুদুর রহমান মাসুদ বলেন, ‘মেলায় শতভাগ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ঐতিহ্যবাহী জামাই মেলার প্রথম দিনেই মেয়ে-জামাতাসহ আপামর মানুষের ভীড় উপচে পড়ছে। জামাই মেলার আয়োজকবৃন্দের পক্ষ থেকে জামাই মেলাকে আরও প্রাণবন্ত করে তুলতে এলাকার ও বাইরের মেয়েদের ও তাদের জামাতাসহ সর্বসাধারণকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জামাই মেলা শুরু 

আপডেট সময় : ১১:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২

জুলফিকার, মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ গ্রামের কালারমোড় পলাশপুর নামক স্থানে শনিবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী আবহমান  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জামাই মেলা!

ঐতিহ্যবাহী এ জামাই মেলার আয়োজক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুদ, ইউপি চেয়ারম্যান মোঃ বদরুল আলম সরদার ও সাবেক ইউপি মেম্বার মোঃ আব্দুল্লাহ আল মামুন ঐহিত্যবাহী জামাই মেলা বিষয়ে বলেন, ‘এই জামাই মেলা প্রতি বছর পহেলা পৌষ থেকে তিন দিন চলবে।’

ইউপি চেয়ারম্যান মোঃ বদরুল আলম সরদার বলেন, ‘ধান কাটা শেষে গৃহস্থের গোলায় ধান ভরে বাড়ি বাড়ি চলছে নবান্নের উৎসব। এই উৎসবকে ঘিরে এই জামাই মেলার আয়োজন। জামাই মেলায় বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ, মাংস, মিষ্টি, বগুড়ার দই, টাটকা তরিতরকারি, খেলনা, ফার্নিসারসহ বিভিন্ন প্রকার পণ্য সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। ঐতিহ্যবাহী এ জামাই মেলা এবার থেকেই শুরু হলো।’

সাবেক ইউপি মেম্বার মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এবারের জামাই মেলায় থাকছে ঘোড় দৌড়, মই দৌড় ,লাঠি খেলা। জামাই মেলায় এলাকার মানুষ তাদের মেয়ের জামতাকে নিমন্ত্রণ করে। মেয়েরা তাদের স্বামীকে এ মেলা উপলক্ষ্যে পিত্রালয়ে নিয়ে আসে। মেয়েদের জামতা মেলা থেকে বড় বড় মাছ, মিষ্টি, চমচম, রসগোল্লা, সন্দেশ, জিলাপি কিনে নিয়ে শ্বশুর বাড়ি যান । এই মেলায় স্থানীয় লোকজন ছাড়াও দূরদূরান্ত থেকে আগত মেয়ে জামতাসহ নানা লোকজন ভীড় করে মেলাকে প্রাণবন্ত করে তোলেন । এ মেলায় না আসলে অনেক কিছুই মিস করবেন !’

মোঃ মাসুদুর রহমান মাসুদ বলেন, ‘মেলায় শতভাগ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ঐতিহ্যবাহী জামাই মেলার প্রথম দিনেই মেয়ে-জামাতাসহ আপামর মানুষের ভীড় উপচে পড়ছে। জামাই মেলার আয়োজকবৃন্দের পক্ষ থেকে জামাই মেলাকে আরও প্রাণবন্ত করে তুলতে এলাকার ও বাইরের মেয়েদের ও তাদের জামাতাসহ সর্বসাধারণকে আমন্ত্রণ জানানো হয়েছে।