আফগান সিরিজের প্রাথমিক তালিকা প্রস্তুত, নেই রিয়াদ
- আপডেট সময় : ১০:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ৪০৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আফগানিস্তানের সাথে আসন্ন সিরিজ খেলতে ২৬ জনের প্রাথমিক তালিকা তৈরি করেছে বিসিবি। তালিকায় থাকাদের নিয়ে এরই মধ্যে প্রি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল।
হজের জন্য ছুটি নেয়ায় প্রাথমিক তালিকায় রাখা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদকে। হজ্জ করতে ২২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ছুটি নিয়েছেন এই তারকা। ওয়ানডে দলেও তাকে পাওয়া যাচ্ছে না।
হেড কোচ হাথুরুসিংহে ছুটি কাটিয়ে ফেরেননি। তার দেয়া পরিকল্পনা অনুযায়ী ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন সহকারী কোচ।
এক টেস্ট, তিন ওয়ানডে আর দুই টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী ১০ জুন ঢাকায় আসছে আফগানরা। সিরিজের একমাত্র টেস্টটি হবে ১৪ জুন, মিরপুরে।
এ-দলের চার দিনের শেষ ম্যাচের পর ঘোষণা হবে আফগান সিরিজের দল। একমাত্র টেস্টের জন্য ক্যাম্প শুরু হবে তিন অথবা চার জুন। তার আগে প্রি-ক্যাম্প শুরু করছে বাংলাদেশ দল। প্রাথমিক তালিকায় থাকা ২৬ জনের মধ্য থেকে বেছে নেয়া হবে তিন ফরম্যাটের দল।
ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান করা নাঈম শেখ আছেন প্রত্যাশা মতো। ক্যাম্পে নেই সৈকত, আফিফ অথবা বিজয়।
মিরাজ, শামীম, মুশফিক, হৃদয়রা সহকারী কোচ নিক পোথাসের সাথে কাজ করেছেন ভুল ত্রুটি নিয়ে। হাথুরু না থাকলেও, তার দেয়া নকশা অনুযায়ী কাজ করছেন কোচিং স্টাফেরা। দুই দিন অনুশীলনের পর একদিন করে বিশ্রাম ক্রিকেটারদের।
আফগান সিরিজটা হতে পারে স্পিনারদের লড়াই। সাকিব না থাকায় টেস্টে বেশি দায়িত্ব থাকবে মিরাজ ও তাইজুলের। পার্টটাইমারদেরও দেখা গেছে, হেরাথের বিশেষ ক্লাসে।
সাদা পোশাকে টাইগারদের পারফরম্যান্স তেমন একটা সুখকর নয় যা দু:শ্চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে। গেলো একবছর হোম-অ্যাওয়ে মিলিয়ে মোট সাতটি টেস্ট খেলেছে বাংলাদেশ, একমাত্র সাফল্য আইরিশদের বিপক্ষে, ইনিংস পরাজয় ছাড়া বাকি অর্জন হতাশার।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশপের দ্বিতীয় সংস্করণেও বিবর্ণ টিম টাইগার্স। ১২ টেস্টের দশটিতেই হার, অবস্থান টেবিলের তলানিতে। যদিও মাউন্ট মঙ্গানুইয়ে কিউয়িদের হারিয়ে সবাইকে চমকে দিয়েছিলো মুমিনুলের দল।
মিরপুরে ভারতের বিপক্ষে হার না মানার মানসিকতায় আফগান বধের আশা দেখছে বাংলাদেশ। তবে সেরা দল গঠনের সাথে সেরা পারফরম্যান্সের চ্যালেঞ্জ থাকছেই।
আফগানদের এ সফর হবে দুই ধাপে। একমাত্র টেস্ট শেষ করে ১৯ জুন তারা যাবে ভারতে। এরপর বাংলাদেশে ফিরবে ১ জুলাই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে হবে ৫ জুলাই। একই স্টেডিয়ামে ৮ জুলাই দ্বিতীয় ও ১১ জুলাই হবে তৃতীয় ওয়ানডে।
এরপর ১২ জুলাই দুদলই যাবে সিলেট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।