আন্তর্জাতিক প্রবীণ দিবসে মঠবাড়িয়ায় র্যালি ও পথসভা
- আপডেট সময় : ০২:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ৭৯২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বে-সরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগেশন সেন্টার (রিক) একটি বর্ণাঢ্য র্যালি রেব করে। র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম, পৌর প্রশাসক মোঃ আরিফ উল হক, সাংবাদিক ইউনয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেলসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা প্রবীণ কল্যাণ সমিতির সকল সদস্যরা অংশ গ্রহণ করেন।
র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মঠবাড়িয়া পৌরসভা চত্বরে পখসভায় মিলিত হয়। এ সময় উপজেলা প্রবীণ কল্যাণ সমিতির সভাপতি মোঃ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর প্রশাসক মোঃ আরিফ উল হক, রিক এরিয়া ম্যানেজার, এসএম জহির উদ্দিন, মোঃ সাইফুর রহমান, মোঃ আল আমিন শেখ প্রমূখ।
রিক কর্মকর্তা এসএম জহির উদ্দিন বলেন, সার্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীনদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভুমিকা থাকুক সবার আগে। এ বিষয়টি নিশ্চিত করার জন্যই আমাদের চেষ্টা অব্যহত থাকবে।