ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আত্মঘাতী গোলে চ্যাম্পিয়ন স্পেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ৪৭০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

দুই সপ্তাহ পরই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। গ্রেটেস্ট শো অন আর্থ শুরুর আগে অনুষ্ঠিত মহিলা ফুটবলের জুনিয়র বিশ্বকাপ। রুদ্ধশ্বাস ফাইনালে শেষ হাসি হাসলো স্পেন অনূর্ধ্ব-১৭ দলের মেয়েরা। আরো একবার ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো তারা, ট্রফি রেখে দিলো নিজেদের কাছেই। ফিফা অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপে এই নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো স্পেন।

রোববার (৩০ অক্টোবর) মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের উৎসবে মাতে দলটি। কলম্বিয়ার ডিফেন্ডার আনা গুজম্যানের আত্মঘাতী গোলে স্পেনের বিজয় আসে। এটি স্পেনের টানা দ্বিতীয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জয়।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। ৮২ মিনিটে স্পেনের একটি আক্রমণ প্রতিহত করতে গিয়ে উল্টো নিজেদের জালে ঢ়ুকিয়ে দেন কলম্বিয়ান ডিফেন্ডার। ম্যাচের বাকি সময় কলম্বিয়া গোল পরিশোধ করতে ব্যর্থ হয়। দুই দল গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল। সেখানেও এই স্কোরলাইন ছিল।

একটা সময় পর্যন্ত মনে হয়েছিল, নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সালা হবেই না। তবে কলম্বিয়ার একটা ছোট্ট ভুলই সব হিসেব ওলটপালট করে দেয়। ম্যাচের ৮২ মিনিটে কলম্বিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন।

কলম্বিয়ার ডিফেন্ডার অ্যানা মারিয়া গুজম্যান জাপাতা বল ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালেই বল জড়ান। আর এই গোলের হাত ধরেই চ্যাম্পিয়ন হয়ে শেষ হাসি হাসে স্পেন।

রোববার (৩০ অক্টোবর) ক্রিস্টিনা লিব্রান কলম্বিয়ান রক্ষণের জন্য ক্রমাগত হুমকি ছিলেন। দ্বিতীয়ার্ধের দুই মিনিটে জালেও বল জড়ান লিব্রান। হ্যান্ডবলের জন্য গোলটি বাতিল হয়।

নিউজটি শেয়ার করুন

আত্মঘাতী গোলে চ্যাম্পিয়ন স্পেন

আপডেট সময় : ০৩:০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্ক : 

দুই সপ্তাহ পরই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। গ্রেটেস্ট শো অন আর্থ শুরুর আগে অনুষ্ঠিত মহিলা ফুটবলের জুনিয়র বিশ্বকাপ। রুদ্ধশ্বাস ফাইনালে শেষ হাসি হাসলো স্পেন অনূর্ধ্ব-১৭ দলের মেয়েরা। আরো একবার ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো তারা, ট্রফি রেখে দিলো নিজেদের কাছেই। ফিফা অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপে এই নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো স্পেন।

রোববার (৩০ অক্টোবর) মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের উৎসবে মাতে দলটি। কলম্বিয়ার ডিফেন্ডার আনা গুজম্যানের আত্মঘাতী গোলে স্পেনের বিজয় আসে। এটি স্পেনের টানা দ্বিতীয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জয়।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। ৮২ মিনিটে স্পেনের একটি আক্রমণ প্রতিহত করতে গিয়ে উল্টো নিজেদের জালে ঢ়ুকিয়ে দেন কলম্বিয়ান ডিফেন্ডার। ম্যাচের বাকি সময় কলম্বিয়া গোল পরিশোধ করতে ব্যর্থ হয়। দুই দল গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল। সেখানেও এই স্কোরলাইন ছিল।

একটা সময় পর্যন্ত মনে হয়েছিল, নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সালা হবেই না। তবে কলম্বিয়ার একটা ছোট্ট ভুলই সব হিসেব ওলটপালট করে দেয়। ম্যাচের ৮২ মিনিটে কলম্বিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন।

কলম্বিয়ার ডিফেন্ডার অ্যানা মারিয়া গুজম্যান জাপাতা বল ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালেই বল জড়ান। আর এই গোলের হাত ধরেই চ্যাম্পিয়ন হয়ে শেষ হাসি হাসে স্পেন।

রোববার (৩০ অক্টোবর) ক্রিস্টিনা লিব্রান কলম্বিয়ান রক্ষণের জন্য ক্রমাগত হুমকি ছিলেন। দ্বিতীয়ার্ধের দুই মিনিটে জালেও বল জড়ান লিব্রান। হ্যান্ডবলের জন্য গোলটি বাতিল হয়।