ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘আজীবন সম্মাননা পেলে কী অনুভূতি হয়’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
  • / ৪২৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এ যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনয়শিল্পী ডলি জহুর ও ইলিয়াস কাঞ্চন। এটি চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রতি বছর চলচ্চিত্র শিল্পে অবদান রাখায় এই সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করে ডলি জহুর বলেন, ‘এর আগেও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তবে আজীবন সম্মাননা পেলে কী অনুভূতি হয়, সেটা মাথায় আসছে না। আমার কাছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারই মনে হচ্ছে। একটা বিষয় ভেবে খুশি, মরণোত্তর আজীবন সম্মাননা পেতে হলো না। জীবিত থাকা অবস্থায় পেলাম।’

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে যাওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘ছোট থাকতে আমাকে তিনি (শেখ হাসিনা) অনেকবার দেখেছেন। শেখ কামাল ভাইয়ের সঙ্গে সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডে যুক্ত ছিলাম, এটা তিনি জানতেন। এ ছাড়া ইডেন কলেজে পড়ার কারণে সেখানেও দেখা হতো। তিনি আমাকে ডলি হিসেবেই জানতেন। তবে ডলি জহুর হওয়ার পর তার কাছে যাওয়া হয়নি। এবারই তার কাছে প্রথম যাওয়া। আপাকে সব সময় দেখি, আপার জন্য মন থেকে দোয়া করি।’

যৌথভাবে আজীবন সম্মাননা পাওয়া প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি। সে অবশ্যই এটা পাওয়ার উপযুক্ত। আমাদের আরও কয়েকজন আছেন, যারা এই অর্জনের দাবিদার। সরকার যেন তাদের দিকেও নজর দেয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘আজীবন সম্মাননা পেলে কী অনুভূতি হয়’

আপডেট সময় : ১১:১৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এ যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনয়শিল্পী ডলি জহুর ও ইলিয়াস কাঞ্চন। এটি চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রতি বছর চলচ্চিত্র শিল্পে অবদান রাখায় এই সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করে ডলি জহুর বলেন, ‘এর আগেও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তবে আজীবন সম্মাননা পেলে কী অনুভূতি হয়, সেটা মাথায় আসছে না। আমার কাছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারই মনে হচ্ছে। একটা বিষয় ভেবে খুশি, মরণোত্তর আজীবন সম্মাননা পেতে হলো না। জীবিত থাকা অবস্থায় পেলাম।’

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে যাওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘ছোট থাকতে আমাকে তিনি (শেখ হাসিনা) অনেকবার দেখেছেন। শেখ কামাল ভাইয়ের সঙ্গে সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডে যুক্ত ছিলাম, এটা তিনি জানতেন। এ ছাড়া ইডেন কলেজে পড়ার কারণে সেখানেও দেখা হতো। তিনি আমাকে ডলি হিসেবেই জানতেন। তবে ডলি জহুর হওয়ার পর তার কাছে যাওয়া হয়নি। এবারই তার কাছে প্রথম যাওয়া। আপাকে সব সময় দেখি, আপার জন্য মন থেকে দোয়া করি।’

যৌথভাবে আজীবন সম্মাননা পাওয়া প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি। সে অবশ্যই এটা পাওয়ার উপযুক্ত। আমাদের আরও কয়েকজন আছেন, যারা এই অর্জনের দাবিদার। সরকার যেন তাদের দিকেও নজর দেয়।’