রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন লেনিন একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন জয় বিএনপি পাকিস্তানের দালাল পার্টি: ওবায়দুল কাদের ঈশ্বরদীতে গণহত্যায় শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন  ডামুড্যায় অবৈধ যান চলাচল রোধে মোবাইল কোর্ট  কলমাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ  পরকীয়ার জেরে রূপপুর এনপিপি নিকিমথ কোম্পানির পরিচালকের গাড়ি চালক খুন : এক নারী আটক পানির অভাবে সেঁচ সঙ্কটে ধুকছে বাংলাদেশ সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ রমজানে পণ্যের দাম বৃদ্ধির যৌক্তিক কারণ নেই : তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নতুন পরিকল্পিত খেলায় নেমেছে : মির্জা ফখরুল ‘পরাশক্তিরা পাকিস্তানের পক্ষ নেওয়ায় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’ প্রতিদিন মার্কিন ঘাঁটির উপর দিয়ে উড়ছে রাশিয়ার যুদ্ধবিমান ‘স্যার’ সম্বোধন ঔপনিবেশিক, এটা বদলাতে হবে–আ স ম রব   পাঁচ দশকেও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া হতাশাব্যাঞ্জক : রাবি উপাচার্য 

আকাশে কেবিন ক্রুকে নারী যাত্রীর থাপ্পড়

আকাশে কেবিন ক্রুকে নারী যাত্রীর থাপ্পড়

আন্তর্জাতিক ডেস্ক : 

মাঝ আকাশে বিমানের কেবিন ক্রুকে থাপ্পড় মারায় সোমবার ভারতে ৪৫ বছর বয়সী এক নারী যাত্রীকে আটক করা হয়েছিল। আবুধাবি থেকে ভারতের মুম্বাইয়ে আসা ভিস্তারা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এমন অপ্রীতিকর ঘটনা ঘটে। কেবিন ক্রুকে থাপ্পড় মারা ওই নারী ইতালির নাগরিক। তার নাম পাওলো পেরোসসিও। আটকের পর আবার জামিনে ছাড়াও পেয়ে গেছেন তিনি।

সোমবার (৩০ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পাওলো পেরোসসিও ভারতীয় ভিস্তেরা এয়ারলাইন্সের ইকোনোমি ক্লাসের টিকেট কাটেন। কিন্তু তিনি গিয়ে বসেন বিজনেজ ক্লাসে। কেবিন ক্রু তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করলেও তিনি সেটি মানেননি। কথা কাটাকাটির এক পর্যায়ে এক কেবিন ক্রুকে থাপ্পড় ও আরেকজনের মুখে থুতু মারেন তিনি।

এছাড়া অর্থনগ্ন হয়ে বিমানের ভেতর হাঁটাহাটি করতে থাকেন। এ ঘটনা মুম্বাইয়ের পুলিশকে অবহিত করেন ওই বিমানের কেবিন ক্রুরা। তাদের অভিযোগের ভিত্তিতে ইতালিয়ান নারীকে আটক করা হয়।

এ ঘটনা সম্পর্কে ভিস্তারা এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, নারী যাত্রীর অস্বাভাবিক আচরণের পর বিমানের পাইলট সতর্কতা জারি করেন। এছাড়া অন্য যাত্রীদের বারবার নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেন। এছাড়া বিমান অবতরণের পরই ওই নারীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়।

এদিকে আটকের পর ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করে মুম্বাই পুলিশ। এছাড়া সবপক্ষের জবানবন্দি গ্রহণ করা হয়। এরপর ভারতীয় আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। সূত্র : এনডিটিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *