ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অস্ত্র মামলায় অভিযুক্ত বাইডেনের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫১১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ত্র মামলায় অভিযুক্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। মাদক সেবনক ও বন্দুক রাখার জন্য তাঁর বিরুদ্ধে তৃতীয়বারের মতো অভিযোগ আনা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ডেলাওয়ারের ফেডারেল আদালতে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ২০১৮ সালে অস্ত্র কেনার সময় ভুল তথ্য দিয়েছিলেন বাইডেন পুত্র। যদিও হান্টার বাইডেনের দাবি, অস্ত্র কেনার সময় তিনি মাদক নিতেন না, সেকারণে তাঁর দেয়া তথ্য ভুল নয়।

এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এসব অভিযোগের দুটিতে সর্বোচ্চ ১০ বছর এবং আরেকটিতে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

অবৈধ অস্ত্র রাখার অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে ২০১৭ ও ২০১৮ সালে সাড়ে ১৩ লাখ মার্কিন ডলার আয়ের ওপর কর না দেওয়ার অভিযোগ রয়েছে। ২০১৭ ও ২০১৮ সালে সাড়ে ১৩ লাখ ডলার আয়ের ওপর হান্টার কর দেননি বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে তাঁর এক বছর কারাদণ্ড হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হান্টার বাইডেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে গত মাসে আইনজীবী ডেভিড ওয়েইসকে স্পেশাল কাউন্সেল হিসেবে নিয়োগ দেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড। এরপর গত ৮ সেপ্টেম্বর আদালতে দাখিল করা নথিতে ওয়েইস বলেন, দ্রুতবিচার আইনে হান্টার বাইডেনকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে এসব অভিযোগে অভিযুক্ত করতে আদালতের কাছে আবেদন জানাবে সরকার।

ডেভিড ওয়েইস আরও বলেন, সরকার চাচ্ছে, নির্ধারিত সময়ের (২৯ সেপ্টেম্বর) আগেই হান্টার বাইডেনের বিরুদ্ধে হওয়া এই মামলায় আদালত থেকে তাঁকে অভিযুক্ত করা হোক। ওয়েইসের এ বক্তব্যের পর গতকাল হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো।

এদিকে হান্টারের বাবা প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে দুদিন আগে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অস্ত্র মামলায় অভিযুক্ত বাইডেনের ছেলে

আপডেট সময় : ০১:৫৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

অস্ত্র মামলায় অভিযুক্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। মাদক সেবনক ও বন্দুক রাখার জন্য তাঁর বিরুদ্ধে তৃতীয়বারের মতো অভিযোগ আনা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ডেলাওয়ারের ফেডারেল আদালতে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ২০১৮ সালে অস্ত্র কেনার সময় ভুল তথ্য দিয়েছিলেন বাইডেন পুত্র। যদিও হান্টার বাইডেনের দাবি, অস্ত্র কেনার সময় তিনি মাদক নিতেন না, সেকারণে তাঁর দেয়া তথ্য ভুল নয়।

এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এসব অভিযোগের দুটিতে সর্বোচ্চ ১০ বছর এবং আরেকটিতে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

অবৈধ অস্ত্র রাখার অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে ২০১৭ ও ২০১৮ সালে সাড়ে ১৩ লাখ মার্কিন ডলার আয়ের ওপর কর না দেওয়ার অভিযোগ রয়েছে। ২০১৭ ও ২০১৮ সালে সাড়ে ১৩ লাখ ডলার আয়ের ওপর হান্টার কর দেননি বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে তাঁর এক বছর কারাদণ্ড হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হান্টার বাইডেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে গত মাসে আইনজীবী ডেভিড ওয়েইসকে স্পেশাল কাউন্সেল হিসেবে নিয়োগ দেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড। এরপর গত ৮ সেপ্টেম্বর আদালতে দাখিল করা নথিতে ওয়েইস বলেন, দ্রুতবিচার আইনে হান্টার বাইডেনকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে এসব অভিযোগে অভিযুক্ত করতে আদালতের কাছে আবেদন জানাবে সরকার।

ডেভিড ওয়েইস আরও বলেন, সরকার চাচ্ছে, নির্ধারিত সময়ের (২৯ সেপ্টেম্বর) আগেই হান্টার বাইডেনের বিরুদ্ধে হওয়া এই মামলায় আদালত থেকে তাঁকে অভিযুক্ত করা হোক। ওয়েইসের এ বক্তব্যের পর গতকাল হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো।

এদিকে হান্টারের বাবা প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে দুদিন আগে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করেছে।