ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
আজকের সেহরি ও ইফতার ::
ঢাকায় সেহেরি ৪:৩৩ মি. ইফতার ৬:১৭ মি.:: চট্টগ্রামে সেহেরি ৪:২৮ মি. ইফতার ৬:১১ মি. :: রাজশাহীতে সেহেরি ৪:৩৯ মি. ইফতার ৬:২৪ মি. :: খুলনায় সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২০ মি. :: বরিশালে সেহেরি ৪:৩৪ মি. ইফতার ৬:১৭ মি. :: সিলেটে সেহেরি ৪:২৬ মি. ইফতার ৬:১১ মি. :: রংপুরে সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২২ মি. :: ময়মনসিংহে সেহেরি ৪:৩২ মি. ইফতার ৬:১৭ মি. ::::

অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • / ৪৬২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক: পর্দা উঠেছে বিশ্ব চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৫তম আসরের। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জড়ো হয়েছে চলচ্চিত্র জগতের রথি-মহারথীরা। এবারের অস্কারের মঞ্চে চলছে ভারতের জয়জয়কার। এরই মধ্যে সেরা তথ্যচিত্র এবং সেরা মৌলিক গানের পুরস্কার জিতে নিয়েছে ভারত।

সব জল্পনার অবসান। আবারও অস্কার পেলো ভারত। রাজামৌলির সিনেমা ‘আরআরআর’র ‘নাটু নাটু’ গানের হাত ধরে এলো সেরার সম্মান। মৌলিক গানের বিভাগে সেরার শিরোপা পেল ‘নাটু নাটু’।

ছোট থেকে বড় হয়েছেন ছুতোর মিস্ত্রির আওয়াজ শুনে। সেই সঙ্গীত পরিচালক আজ অস্কারের মঞ্চে। সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নিলেন এম এম কীরাবাণী। তে‌লুগু ছবির ইতিহাসে নজির গড়ে অস্কার জিতল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’।

এর আগে ‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিক্‌স চয়েস অ্যাওয়ার্ড’ জিতে দৌড়ে এগিয়ে ছিল ‘নাটু নাটু’। একাধিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেক্কা দিয়েছে রিহানা, লেডি গাগার মতো বড় পপ তারকাদের। মনোনয়নের তালিকায় ছিল ‘টেল ইট লাইক আ ওম্যান’ ছবির ‘অ্যাপ্লজ়’ গানটিও। ‘টেল ইট লাইক আ ওম্যান’ অ্যান্থোলজির একটি ছবিতে দেখা গিয়েছিল ভারতীয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। সেই সব গানকে টেক্কা দিয়ে চূড়ান্ত দৌড়ে জয় ছিনিয়ে নিল চন্দ্র বোস ও এম এম কীরাবাণীর সৃষ্টি।

তামিল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ (The Elephant Whisperers) ভারতের হয়ে প্রথম অস্কার জিতে নিল। গুনিত মোঙ্গা প্রযোজিত এবং কার্তিকী গঞ্জালভেস পরিচালিত ছবিটি ফিচার তথ্যচিত্র বিভাগে আগেই মনোনীত হয়েছিল। এবার সেরা শর্ট সাবজেক্ট তথ্যচিত্র হিসেবে ‘অস্কার জয়ী’র শিরোপা উঠল ছবিটির মাথায়। এই বিভাগে এই প্রথম কোনও ভারতীয় ছবি অস্কার পেল।

এবছর সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল গুনীত মোঙ্গা প্রযোজিত এই ছবি। ‘হাউ টু মেজ়ার আ ইয়ার’, ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ এর মতো ছবিকে টেক্কা দিয়ে অস্কার জিতে নিল তামিল ভাষার এই তথ্যচিত্র।

এছাড়া সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নিলো এস এস রাজামৌলীর ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি। এর মধ্যে দিয়ে তে‌লুগু ছবির ইতিহাসে নজির গড়ে অস্কার জিতে।

২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এস এস রাজামৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’। তার পর থেকেই চর্চার কেন্দ্রে থেকেছে এই তেলুগু ছবি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বক্স অফিসেও কুড়িয়েছে দর্শকের প্রশংসা। স্বীকৃতি পেয়েছে সমালোচকদের কাছেও। শুধু ছবিই নয়, ছবিকে ছাপিয়ে জনপ্রিয় হয়েছে ‘নাটু নাটু’ গান।

রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরবের গাওয়া গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্টিভেন স্পিলবার্গ, জেমন ক্যামেরনের মতো কিংবদন্তি হলিউড পরিচালকরাও। এই বিপুল প্রশংসা যে অকারণ নয়, তার প্রমাণ মিলল সোমবারের সকালে। সবাইকে পিছনে ফেলে অস্কার জিতে নিল ‘নাটু নাটু’। আশায় বুক বেঁধেছিলেন আপামর দেশবাসী। টিম ‘আরআরআর’ এর পাশাপাশি স্বপ্নপূরণ হল তাদেরও।

এদিকে এবারের অস্কারে এরই মধ্যে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেমি লি কার্টিস। যিনি প্রথমবারের মতো অস্কারে মনোনীত হয়েছিলেন। সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন কে হুয়ে কোয়ান। দুজনেই এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স- এ অভিনয় করে এই পুরস্কার পেয়েছেন। এছাড়া, সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম জিতেছে অল কুয়িট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট।

এবারের উপস্থাপকের দায়িত্বে রয়েছেন জিমি কিমেল। এই বছরের লাল গালিচা ৬২ বছরের মধ্যে প্রথমবারের মতো লাল নয় বলে জানিয়েছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ। এবারের গালিচাটি শ্যাম্পেন-রঙের বলে জানানো হয়েছে।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/u5pj

নিউজটি শেয়ার করুন

অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার

আপডেট সময় : ১১:০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

বিনোদন ডেস্ক: পর্দা উঠেছে বিশ্ব চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৫তম আসরের। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জড়ো হয়েছে চলচ্চিত্র জগতের রথি-মহারথীরা। এবারের অস্কারের মঞ্চে চলছে ভারতের জয়জয়কার। এরই মধ্যে সেরা তথ্যচিত্র এবং সেরা মৌলিক গানের পুরস্কার জিতে নিয়েছে ভারত।

সব জল্পনার অবসান। আবারও অস্কার পেলো ভারত। রাজামৌলির সিনেমা ‘আরআরআর’র ‘নাটু নাটু’ গানের হাত ধরে এলো সেরার সম্মান। মৌলিক গানের বিভাগে সেরার শিরোপা পেল ‘নাটু নাটু’।

ছোট থেকে বড় হয়েছেন ছুতোর মিস্ত্রির আওয়াজ শুনে। সেই সঙ্গীত পরিচালক আজ অস্কারের মঞ্চে। সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নিলেন এম এম কীরাবাণী। তে‌লুগু ছবির ইতিহাসে নজির গড়ে অস্কার জিতল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’।

এর আগে ‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিক্‌স চয়েস অ্যাওয়ার্ড’ জিতে দৌড়ে এগিয়ে ছিল ‘নাটু নাটু’। একাধিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেক্কা দিয়েছে রিহানা, লেডি গাগার মতো বড় পপ তারকাদের। মনোনয়নের তালিকায় ছিল ‘টেল ইট লাইক আ ওম্যান’ ছবির ‘অ্যাপ্লজ়’ গানটিও। ‘টেল ইট লাইক আ ওম্যান’ অ্যান্থোলজির একটি ছবিতে দেখা গিয়েছিল ভারতীয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। সেই সব গানকে টেক্কা দিয়ে চূড়ান্ত দৌড়ে জয় ছিনিয়ে নিল চন্দ্র বোস ও এম এম কীরাবাণীর সৃষ্টি।

তামিল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ (The Elephant Whisperers) ভারতের হয়ে প্রথম অস্কার জিতে নিল। গুনিত মোঙ্গা প্রযোজিত এবং কার্তিকী গঞ্জালভেস পরিচালিত ছবিটি ফিচার তথ্যচিত্র বিভাগে আগেই মনোনীত হয়েছিল। এবার সেরা শর্ট সাবজেক্ট তথ্যচিত্র হিসেবে ‘অস্কার জয়ী’র শিরোপা উঠল ছবিটির মাথায়। এই বিভাগে এই প্রথম কোনও ভারতীয় ছবি অস্কার পেল।

এবছর সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল গুনীত মোঙ্গা প্রযোজিত এই ছবি। ‘হাউ টু মেজ়ার আ ইয়ার’, ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ এর মতো ছবিকে টেক্কা দিয়ে অস্কার জিতে নিল তামিল ভাষার এই তথ্যচিত্র।

এছাড়া সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নিলো এস এস রাজামৌলীর ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি। এর মধ্যে দিয়ে তে‌লুগু ছবির ইতিহাসে নজির গড়ে অস্কার জিতে।

২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এস এস রাজামৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’। তার পর থেকেই চর্চার কেন্দ্রে থেকেছে এই তেলুগু ছবি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বক্স অফিসেও কুড়িয়েছে দর্শকের প্রশংসা। স্বীকৃতি পেয়েছে সমালোচকদের কাছেও। শুধু ছবিই নয়, ছবিকে ছাপিয়ে জনপ্রিয় হয়েছে ‘নাটু নাটু’ গান।

রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরবের গাওয়া গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্টিভেন স্পিলবার্গ, জেমন ক্যামেরনের মতো কিংবদন্তি হলিউড পরিচালকরাও। এই বিপুল প্রশংসা যে অকারণ নয়, তার প্রমাণ মিলল সোমবারের সকালে। সবাইকে পিছনে ফেলে অস্কার জিতে নিল ‘নাটু নাটু’। আশায় বুক বেঁধেছিলেন আপামর দেশবাসী। টিম ‘আরআরআর’ এর পাশাপাশি স্বপ্নপূরণ হল তাদেরও।

এদিকে এবারের অস্কারে এরই মধ্যে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেমি লি কার্টিস। যিনি প্রথমবারের মতো অস্কারে মনোনীত হয়েছিলেন। সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন কে হুয়ে কোয়ান। দুজনেই এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স- এ অভিনয় করে এই পুরস্কার পেয়েছেন। এছাড়া, সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম জিতেছে অল কুয়িট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট।

এবারের উপস্থাপকের দায়িত্বে রয়েছেন জিমি কিমেল। এই বছরের লাল গালিচা ৬২ বছরের মধ্যে প্রথমবারের মতো লাল নয় বলে জানিয়েছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ। এবারের গালিচাটি শ্যাম্পেন-রঙের বলে জানানো হয়েছে।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/u5pj