অষ্টগ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৬:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৬১৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ উপলক্ষে সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এএফএম মাসুক নাজিমের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্চুর সভাপতিত্বে এ সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জেমস, উপজেলা নির্বাহী অফিসার হারুন-অর-রশিদ প্রমুখ।
এ সময় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সুধী সমাবেশ শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
বাখ//আর