অষ্টগ্রামে কৃষি মেলার উদ্বোধন
- আপডেট সময় : ০৬:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৫১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ”স্মার্ট কৃষি-স্মাট বাংলাদেশ” শ্লোগান নিয়ে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হ্যালিপ্যাড ময়দানে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক এ কৃষি মেলার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে উক্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিত সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী, অষ্টগ্রাম সরকারী রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ জামান। উক্ত কৃষি মেলায় রাজনৈকি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক ছাত্র-ছাত্রীদের মাঝে বিনা মূল্যে ফলজ বৃক্ষ বিতরণ করেন।
বা/খ/রা