ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অভিনেত্রী সামান্থা বিরল রোগে আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / ৪৮১ বার পড়া হয়েছে

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এক বিরল রোগে আক্রান্ত হয়েছে। নিজের এই রোগের বিষয়ে সবাইকে জানান অভিনেত্রী নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপস্থিত থাকলেও সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের রোগ সম্পর্কে ভক্তদের অবগত করেন অভিনেত্রী এবং আসন্ন সিনেমা ‘যশোদা’র ট্রেইলারে ভক্তদের চমৎকার সাড়া পাওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। অভিনেত্রী প্রকাশ করেন যে তিনি মায়োসাইটিস নামক একটি রোগে আক্রান্ত হয়েছে।

মায়োসাইটিস বলতে পেশিতে প্রদাহ সৃষ্টিকারী অবস্থাকে বোঝায়। এটি বিরল অবস্থার একটি রোগ। এর প্রধান উপসর্গ শারীরিক দুর্বলতা, বেদনা বা পেশি ব্যথা। তবে অভিনেত্রী এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

একটি রেকর্ডিং স্টুডিওতে তোলা নিজের একটি ছবি শেয়ার করে চিকিৎসার অবস্থা প্রকাশ করেন সামান্থা। ছবিতে অভিনেত্রীকে হাতে ক্যানোলা ও স্যালাইন লাগানো অবস্থায় দেখা গেছে। ছবিটির ক্যাপশনে সামান্থা লিখেন, যশোদার ট্রেইলারে আপনাদের প্রতিক্রিয়া ছিল অসাধারণ। এই ভালোবাসা এবং সংযোগই আমি আপনাদের সবার সঙ্গে গড়েছি। আপনাদের সমর্থন আমাকে জীবনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি জোগায়। কয়েক মাস আগে আমি মায়োসাইটিস নামক একটি অটোইমিউন রোগে আক্রান্ত হয়েছিলাম। আমি আশা করছিলাম এটা দূর হয়ে গেলে সবাইকে জানাব। কিন্তু এটা একটু বেশি সময় নিচ্ছে। আমি এখনো লড়াই করছি। খুব শিগগিরই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেছেন আমার চিকিৎসকরা।

সামান্থা রুথ প্রভু বর্তমানে দক্ষিণ এবং বলিউডে নিজের আসন্ন সিনেমাগুলো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি যশোদার মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সামান্থার পরবর্তী সিনেমা হলো পৌরাণিক চলচ্চিত্র ‘শকুন্তলম’, যেটিতে তাকে রাজকুমারী শকুন্তলার চরিত্রে দেখা যাবে। এরপর তাকে ‘কুশী’তে বিজয় দেবেরকোন্ডার সঙ্গেও দেখা যাবে, যা এই ডিসেম্বরে মুক্তি পাবে। সূত্র : পিঙ্ক ভিলা।

 

নিউজটি শেয়ার করুন

অভিনেত্রী সামান্থা বিরল রোগে আক্রান্ত

আপডেট সময় : ০৪:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এক বিরল রোগে আক্রান্ত হয়েছে। নিজের এই রোগের বিষয়ে সবাইকে জানান অভিনেত্রী নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপস্থিত থাকলেও সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের রোগ সম্পর্কে ভক্তদের অবগত করেন অভিনেত্রী এবং আসন্ন সিনেমা ‘যশোদা’র ট্রেইলারে ভক্তদের চমৎকার সাড়া পাওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। অভিনেত্রী প্রকাশ করেন যে তিনি মায়োসাইটিস নামক একটি রোগে আক্রান্ত হয়েছে।

মায়োসাইটিস বলতে পেশিতে প্রদাহ সৃষ্টিকারী অবস্থাকে বোঝায়। এটি বিরল অবস্থার একটি রোগ। এর প্রধান উপসর্গ শারীরিক দুর্বলতা, বেদনা বা পেশি ব্যথা। তবে অভিনেত্রী এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

একটি রেকর্ডিং স্টুডিওতে তোলা নিজের একটি ছবি শেয়ার করে চিকিৎসার অবস্থা প্রকাশ করেন সামান্থা। ছবিতে অভিনেত্রীকে হাতে ক্যানোলা ও স্যালাইন লাগানো অবস্থায় দেখা গেছে। ছবিটির ক্যাপশনে সামান্থা লিখেন, যশোদার ট্রেইলারে আপনাদের প্রতিক্রিয়া ছিল অসাধারণ। এই ভালোবাসা এবং সংযোগই আমি আপনাদের সবার সঙ্গে গড়েছি। আপনাদের সমর্থন আমাকে জীবনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি জোগায়। কয়েক মাস আগে আমি মায়োসাইটিস নামক একটি অটোইমিউন রোগে আক্রান্ত হয়েছিলাম। আমি আশা করছিলাম এটা দূর হয়ে গেলে সবাইকে জানাব। কিন্তু এটা একটু বেশি সময় নিচ্ছে। আমি এখনো লড়াই করছি। খুব শিগগিরই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেছেন আমার চিকিৎসকরা।

সামান্থা রুথ প্রভু বর্তমানে দক্ষিণ এবং বলিউডে নিজের আসন্ন সিনেমাগুলো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি যশোদার মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সামান্থার পরবর্তী সিনেমা হলো পৌরাণিক চলচ্চিত্র ‘শকুন্তলম’, যেটিতে তাকে রাজকুমারী শকুন্তলার চরিত্রে দেখা যাবে। এরপর তাকে ‘কুশী’তে বিজয় দেবেরকোন্ডার সঙ্গেও দেখা যাবে, যা এই ডিসেম্বরে মুক্তি পাবে। সূত্র : পিঙ্ক ভিলা।