অভিনেত্রীর সুইসাইড নোটসহ লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৭:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / ৪৩৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক
ভারতের বিনোদনজগতের একের পর এক অপমৃত্যুর খবর আসছে। কলকাতার অভিনেত্রী পল্লবী দের রেশ কাটতে না কাটতেই এবার এলো বৈশালী টক্কর নামে আরেকজনের অপমৃত্যুর খবর। ইন্দোরের বাড়িতেই মিলেছে তার লাশ। সেই সঙ্গে ঘর থেকে পাওয়া গেছে একটি সুইসাইড নোটও।
গত ১ বছরের বেশি সময় ধরে ইন্দোরের তেজাজি নগর থানা এলাকার সাইবাগ কলোনিতে থাকতেন বৈশালী। ইন্দোরের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। সুইসাইড নোটে কী লেখা আছে তা জলদি সামনে আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
স্টার প্লাসের সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন বৈশালী। কাজ করেছেন ‘শ্বশুরাল সিমর কা’ আর ‘ইয়ে রিস্তা কেয়া কহেলতা হ্যায়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে। এরপর ‘ইয়ে বাদা রাহা’, ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘শ্বশুরাল সিমর কা’, ‘সুপার সিস্টার’, ‘লাল ইশক’ এবং ‘বিষ ও অমৃত’-এর মতো শো-তে কাজ করেছেন।
ত্রিশ মিনিটি পর বের করে দেওয়া হয় গণমাধ্যমকর্মীদেরত্রিশ মিনিটি পর বের করে দেওয়া হয় গণমাধ্যমকর্মীদের
১৯৯২ সালের ১৫ জুলাই জন্ম হয় বৈশালীর। মৃত্যু সময় তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। গত বছর এপ্রিলেই এনগেজমেন্টের খবর দিয়েছিলেন এই অভিনেত্রী। রোকার ভিডিও শেয়ার করে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন হবু বর ডাক্তার অভিনন্দন সিং। কেনিয়ার দাঁতের ডাক্তার অভিনন্দন।
যদিও এরমাত্র একমাস পরেই বৈশালী জানিয়ে দিয়েছিলেন তিনি আর অভিনন্দনকে বিয়ে করতে চান না। বিয়ে বাতিলও করে দেন তারা। যা এই বছরের জুন মাসে হওয়ার কথা ছিল। পরে রোকার ভিডিও ও ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেন এই অভিনেত্রী।