ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অবৈধ গ্যাস লাইন অপসারণ মুন্সীগঞ্জে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • / ৪৭১ বার পড়া হয়েছে

গজারিয়ায় অবৈধ গ্যাস লাইন অপসারণ

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস লাইন অপসারণ ও একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, একটি চক্র কৌশলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গ্যাস লাইন থেকে চুরি করে গ্যাস সংযোগ দেয়।

মুন্সীগঞ্জের গজারিয়ায় আজ রোববার ১ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন অপসারণ ও পাঁচ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় আনারপুরা গ্রামের অবৈধ গ্যাস সংযোগ নেয়া মোশারফ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

তিতাস গ্যাসের মেঘনা ঘাট জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, গজারিয়ায় উপজেলার আনারপুরা থেকে মীরেরগাঁও ভাটেরচর পর্যন্ত বিলের মাঝ দিয়ে তিন কিলোমিটার দীর্ঘ অবৈধ গ্যাস লাইন আবিষ্কার করা হয়। পরে দিনভর অভিযান চালিয়ে পানির নিচ থেকে ৩ ইঞ্চি ৫০০ মিটার এবং ২ ইঞ্চি ৫০০ মিটারের মোট ১ কিলোমিটার অবৈধ গ্যাস লাইনের পাইপ অপসারণ করা হয়। এতে তিন কিলোমিটার লাইনই বিকল হয়ে প্রায় ৫ হাজার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গজারিয়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম রাশেদুল ইসলাম জানান, অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলেও কাউকে দণ্ড দেয়া সম্ভব হয়নি। তবে অবৈধভাবে অতিরিক্ত চুলা ব্যবহার করার দায়ে মোশারফ হোসেন নামের একজনকে ১০ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, একটি চক্র সুকৌশলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মূল গ্যাস লাইন থেকে চুরি করে এ অবৈধ সংযোগ তৈরি করেছে। এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

অবৈধ গ্যাস লাইন অপসারণ মুন্সীগঞ্জে

আপডেট সময় : ১১:২৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস লাইন অপসারণ ও একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, একটি চক্র কৌশলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গ্যাস লাইন থেকে চুরি করে গ্যাস সংযোগ দেয়।

মুন্সীগঞ্জের গজারিয়ায় আজ রোববার ১ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন অপসারণ ও পাঁচ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় আনারপুরা গ্রামের অবৈধ গ্যাস সংযোগ নেয়া মোশারফ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

তিতাস গ্যাসের মেঘনা ঘাট জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, গজারিয়ায় উপজেলার আনারপুরা থেকে মীরেরগাঁও ভাটেরচর পর্যন্ত বিলের মাঝ দিয়ে তিন কিলোমিটার দীর্ঘ অবৈধ গ্যাস লাইন আবিষ্কার করা হয়। পরে দিনভর অভিযান চালিয়ে পানির নিচ থেকে ৩ ইঞ্চি ৫০০ মিটার এবং ২ ইঞ্চি ৫০০ মিটারের মোট ১ কিলোমিটার অবৈধ গ্যাস লাইনের পাইপ অপসারণ করা হয়। এতে তিন কিলোমিটার লাইনই বিকল হয়ে প্রায় ৫ হাজার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গজারিয়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম রাশেদুল ইসলাম জানান, অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলেও কাউকে দণ্ড দেয়া সম্ভব হয়নি। তবে অবৈধভাবে অতিরিক্ত চুলা ব্যবহার করার দায়ে মোশারফ হোসেন নামের একজনকে ১০ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, একটি চক্র সুকৌশলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মূল গ্যাস লাইন থেকে চুরি করে এ অবৈধ সংযোগ তৈরি করেছে। এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে।