বিনোদন ডেস্ক :
গত কয়েক মাস আগেই নিজের অন্তঃসত্ত্বার খবর দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর থেকেই পরিবারের সঙ্গে বাড়িতেই অবসর সময় কাটাচ্ছিলেন তিনি। তবে এবার মাহিকে দেখা মিললো সিনেমার শুটিং সেটে। অন্তঃসত্ত্বা অবস্থায় করলেন সিনেমার গানের শুটিং।
বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ সিনেমার বাকি থাকা দুটি গানের একটির দৃশ্যায়ণে অংশ নিয়েছেন তিনি। ১৭ ও ১৮ অক্টোবর সাভারের লোকেশনে একটি গানের শুটিং শেষ হয়েছে। ‘তোমার আমার একটাই তো মন’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও আকাশ মাহমুদ। কোরিওগ্রাফিতে ছিলেন হাবিবুর রহমান। আরেকটি গানের শুটিং হবে আগামী মাসের প্রথম দিকে।
গণমাধ্যমকে মাহি জানান, শুরুতে কক্সবাজারে গানের শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু পরে জায়গা পরিবর্তন করা হয়। খুব সাবধানতা অবলম্বন করেই শুটিং করলাম। গানে কোনো নাচ ছিল না। হেঁটে হেঁটে শুটিং করেছি। প্রথমে শুটিংয়ের লোকেশন ছিল কক্সবাজার। শরীরের কথা ভেবে জায়গা পরিবর্তন করে কাছাকাছি নেওয়া হয়েছিল লোকেশন।
তিনি আরো বলেন, ছবিটির শুধু দুটি গানই বাকি ছিল। একটা শেষ করলাম। আগামী মাসের প্রথমে বাকিটা শেষ করব। এখনই না করলে পরে কাজটি ফেঁসে যাবে। এ জন্য কষ্ট করে হলেও কাজ শেষ করে দিচ্ছি। কারণ, বাচ্চার কারণে শরীরের জন্য এখন প্রতিদিনই একটি করে ইনজেকশন নিতে হয় আমার। তা ছাড়া দিন যত যাবে, চলাফেরা কঠিন হতে থাকবে।