ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে বরখাস্তের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন পালিত

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • / ৪৬৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে ম্যানেজিং কমিটি কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দিনাজপুর জেলা শাখা মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

২১ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১১ টায় বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে ম্যানেজিং কমিটি কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দিনাজপুর জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।

কর্মসূচীতে বক্তারা বলেন, শিক্ষকরা সমাজের বিবেক। শিক্ষকদের সম্মান সর্বোচ্চ তাদের তুলনা কারও সঙ্গে চলে না। অথচ সেই শিক্ষকগণ বিশেষ করে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্ণিং বডির যাতাকলে পৃষ্ট। তাদের অন্যায়, অবিচার, দূর্নীতিসহ সব কিছু মাথা পেতে মেনে নিতে না পারার কারণে আজ সারা দেশের বেসরকারী শিক্ষকগণ সম্মান নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ঢাকার যাত্রাবাড়ী সবুজ বিদ্যাপিঠ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদকে ষড়যন্ত্রমূলকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা মনে করি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে সাময়িক বরখাস্ত করার পেছনে বেসরকারী শিক্ষক সমাজের প্রাণের দাবী মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বিগত সফল আন্দোলনের যারা বিরোধীতা করেছিল তাদের গভীর ষড়যন্ত্র রয়েছে এই সাময়িক বরখাস্তের পেছনে। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) স্বাধীনতার পর থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের শিক্ষা ব্যবস্থাকে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে নেয়ার জন্য সর্বদা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলক বরখাস্তের পেছনে স্বাধীনতা বিরোধীদের হাত রয়েছে। অধ্যক্ষ শেখ কাওছার আহমেদের বাড়ী গোপালগঞ্জ হওয়ার কারণে স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাতের অনুসারীরা তাকে এবং তার নীতি-আদর্শকে মেনে নিতে পারে না বলেই তিনি পেশাগত দায়িত্ব পালনে বার বার তাদের দ্বারা বাধাগ্রস্থ’ হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে ম্যানেজিং কমিটি কর্তৃক ষড়যন্ত্রমূলক ভাবে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাতলুবুল মামুন, সিনিয়র সহ সভাপতি মো. ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান হাকিম, কোষাধ্যক্ষ এ কে এম ফজলুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. মাসউদ আলম, ক্রিসেন্ট বালিকা উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, রাজারামপুর বালিকা উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা ইয়াসমিন প্রমুখ।

 

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে বরখাস্তের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন পালিত

আপডেট সময় : ০৫:০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে ম্যানেজিং কমিটি কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দিনাজপুর জেলা শাখা মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

২১ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১১ টায় বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে ম্যানেজিং কমিটি কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দিনাজপুর জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।

কর্মসূচীতে বক্তারা বলেন, শিক্ষকরা সমাজের বিবেক। শিক্ষকদের সম্মান সর্বোচ্চ তাদের তুলনা কারও সঙ্গে চলে না। অথচ সেই শিক্ষকগণ বিশেষ করে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্ণিং বডির যাতাকলে পৃষ্ট। তাদের অন্যায়, অবিচার, দূর্নীতিসহ সব কিছু মাথা পেতে মেনে নিতে না পারার কারণে আজ সারা দেশের বেসরকারী শিক্ষকগণ সম্মান নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ঢাকার যাত্রাবাড়ী সবুজ বিদ্যাপিঠ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদকে ষড়যন্ত্রমূলকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা মনে করি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে সাময়িক বরখাস্ত করার পেছনে বেসরকারী শিক্ষক সমাজের প্রাণের দাবী মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বিগত সফল আন্দোলনের যারা বিরোধীতা করেছিল তাদের গভীর ষড়যন্ত্র রয়েছে এই সাময়িক বরখাস্তের পেছনে। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) স্বাধীনতার পর থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের শিক্ষা ব্যবস্থাকে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে নেয়ার জন্য সর্বদা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলক বরখাস্তের পেছনে স্বাধীনতা বিরোধীদের হাত রয়েছে। অধ্যক্ষ শেখ কাওছার আহমেদের বাড়ী গোপালগঞ্জ হওয়ার কারণে স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাতের অনুসারীরা তাকে এবং তার নীতি-আদর্শকে মেনে নিতে পারে না বলেই তিনি পেশাগত দায়িত্ব পালনে বার বার তাদের দ্বারা বাধাগ্রস্থ’ হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে ম্যানেজিং কমিটি কর্তৃক ষড়যন্ত্রমূলক ভাবে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাতলুবুল মামুন, সিনিয়র সহ সভাপতি মো. ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান হাকিম, কোষাধ্যক্ষ এ কে এম ফজলুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. মাসউদ আলম, ক্রিসেন্ট বালিকা উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, রাজারামপুর বালিকা উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা ইয়াসমিন প্রমুখ।

 

বাখ//আর