অধিকৃত অঞ্চলে সাহায্য পাঠাতে বাধা দিচ্ছে রাশিয়া : জাতিসংঘ
- আপডেট সময় : ১২:৪৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ৪০৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া চার অঞ্চল— খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্কে মানবিক জরুরি ত্রাণ সাহায্য পাঠাতে রাশিয়া বাধা দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়ক ডেনিয়েল ব্রাউন গতকাল বৃহস্পতিবার এ অভিযোগ করেন। খবর আনাদোলুর।
ডেনিয়েল ব্রাউন বলেন, আসন্ন শীত মৌসুমে ভয়াবহ মানবিক বিপর্যয় অপেক্ষা করছে রুশ অধিকৃক চার অঞ্চলে। রাশিয়ার উচিত এসব অঞ্চলের মানুষের কাছে জরুরি ত্রাণ সাহায্য পাঠানোর অনুমোতি দেওয়া। জাতিসংঘের এ কর্মকর্তা বলেন, ইউক্রেন এ কাজে পূর্ণ সমর্থন দিলেও রাশিয়া আন্তর্জাতিক সংস্থার ডাকে কোনো সাড়াই দিচ্ছে না।
এদিকে ইউক্রেনের পূর্ব-দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া। রুশ হামলায় হতাহতের সংখা বাড়ছে ইউক্রেনে। গত ১-১৬ অক্টোবর পর্যন্ত রুশ বাহিনীর হামলায় কমপক্ষ্যে ৬৮০ জন ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন বলে দাবি জাতিসংঘের।