নিজস্ব প্রতিবেদক :
অচীন বৃক্ষ ! বৃক্ষটি কত’শ বছরের পুরনো বা এটি কী গাছ তা আজও কেউ বলতে পারেনি ।
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের যমুনা তীরবর্তী জামিরতা বাজারে গাছটির অবস্থান । বিরাট এলাকা জুডে এর শেকড় ও ডালপালা বিস্তৃত। গাছের নীচে অসংখ্য দোকানপাটে ব্যবসায়ীরা ব্যবসায় পরিচালনা করে আসছেন।গাছটির বয়স অনুমান কত’শ বছর হবে, তা যেমন কেউ জানেন না, তেমনি গাছটির উৎপত্তি কোথা থেকে কী ভাবে, সে সম্পর্কে নিছক কল্প কাহিনী ছাড়া আর কোন ধারণা পাওয়া যায়নি।
গাছটির সবচেয়ে অবাক করা দিক হচ্ছে, গাছটির ডালপালা থেকে নাইট কুইন ফুলের আদলে অসংখ্য ঝুলন্ত কুঁড়ির ঝাড় রয়েছে যা ক্ষেত্র বিশেষ ৫ ফুট থেকে ৮/১০ ফুট লতার মতো নীচের দিকে ঝুলে রয়েছে ।সর্বনীম্নে ছাড়া প্রলম্বিত ঝুলন্ত লতার কোথাও কুঁড়ি নেই । বছরে দু’বার ওই ঝুলন্ড লতায় দৃষ্টিনন্দন ফুল ফোটে । প্রাচীনতম ওই গাছটি রীতিমতো গবেষণার বিষয় হতে পারে বলে বিজ্ঞমহল মনে করেন।